নগর সংবাদ।।শেরপুরে স্ত্রীকে নির্যাতনের মামলায় আল-আমিন (৩০) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২২ আগস্ট) দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান ওই রায় ঘোষণা করেন।
রায়ে আল-আমিনের উপস্থিতিতে তাকে এক বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আল-আমিন নকলা উপজেলার পশ্চিম নকলা এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে ও ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) কর্মরত কনস্টেবল।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু জানান, ২০১৯ সালের ২৪ জুন আল-আমিন কর্মস্থল থেকে ছুটিতে নিজ বাড়িতে ফিরে স্ত্রী মিনারা বেগমের কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু মিনারা মৃত বাবার কষ্টের সংসার থেকে যৌতুকের ওই টাকা আনতে পারবেন না বলে জানালে আল-আমিন তাকে পিটিয়ে আহত করেন।
পরে হাসপাতালে চিকিৎসা শেষে পরদিন থানায় মামলা দিতে ব্যর্থ হয়ে ২৭ জুন আল-আমিন ও তার মা আনোয়ারা বেগমকে আসামি করে ট্রাইব্যুনালে মামলা করেন মিনারা। তদন্ত শেষে পরের বছরের ১ এপ্রিল আল-আমিনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার তৎকালীন এসআই রাজীব ভৌমিক। ওই মামলায় বিচারিক পর্যায়ে ২০২১ সালের ২৭ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করা হয়। পরে সাত সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে চলতি বছরের ১৭ জুলাই উভয়পক্ষের যুক্তিতর্ক গ্রহণ করা হয়। এরপর সোমবার এই রায় ঘোষণা করেন বিচারক।