প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৪:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৩, ১:১১ পূর্বাহ্ণ
শেষ আশ্রয়// —কবি, সৈয়দা ফেরদৌস সুলতানা
শেষ আশ্রয়// --------- সৈয়দা ফেরদৌস সুলতানা।
আমি নই মুসলিম, হিন্দু, বৌদ্ধ খৃষ্ট্রান এ-ই বিশ্বে সৃষ্টিকূলে নই হলাম মহিয়ন। সৃষ্টিকর্তার দয়া নিয়ে বিশাল ভবের মাঝে মানব হয়ে জন্ম নিয়েছি মরি শতাধিক লাজে। ভবের পারে ভাবের আঁধারে সাঁতার কেটে গেলাম প্রকৃত ভাব- অভাব রইলো গুছলো না সেই সমাধান। বিবেক যেখানে লড়াই করে শরমে মর্মাহত। আহত হৃদয়ের ক্ষত -বিক্ষত বিদায় জানায় প্রতিনিয়ত। জাতের চুরি মারলেো ছুরিকাঘাতে কতটা ভয়াবহ চাইনা জীবন স্বাগত মরন জিয়ন্ত হোক পরাহত। মৃত্যুর পরে কফিন কাফন অগ্নি যাহা মনে চায় দিও তোমাদের বানানো সংস্কার নয়! সাদা শাড়ি কালো-পাড়ে পরাই ও। কর্মপ্রকাশে লজ্জিত জীবন তাঁর আবার ধর্ম কী? বিধাতা গ্রহণ করেছে মোরে তোমাদের মতামত চায়নি। জুলুম করেছো বিবাদ করেছো করিনি তার প্রতিবাদ যে পাঠালো তাঁর কাছে ঠাঁই মিলবে ই এ-ই মোর আরাধ্য শান।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.