শোক সংবাদ-ব্যাংক এশিয়া লিমিটেডের কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসেম সহ পরিবারের ৪ জন মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কুমিল্লা প্রতিনিধি।।
বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি ঢাকা’র আজীবন সদস্য ও ব্যাংক এশিয়া লিমিটেডের কর্মকর্তা জনাব মুহাম্মদ আবুল হাসেম এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার দুপুরে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উক্ত দুর্ঘটনায় আবুল হাসেম ছাড়াও তার বাবা, মা ও এক ভাই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
মরহুমের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার পয়লগাছা ইউনিয়নের হোসেনপুর গ্রামে।
বরুড়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। মহান আল্লাহ পাক তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।