””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
শ্রাবণ মাসে তারকেশ্বরে মহাদেবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে ভক্তদের ভিড় উপচে পড়ছে । শ্রাবণ মাসে শনিবার সোমবার পায়ে হেঁটে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা হন ভক্তরা বিভিন্ন জায়গা থেকে গঙ্গার জল তুলে আনেন কখনো বা কালীঘাট থেকে দক্ষিণেশ্বর থেকে বাগবাজার মায়ের ঘাট থেকে আবার কেউ কেউ শ্যাওলাফুলি থেকেও গঙ্গা জল নিয়ে বাঁকে করে খালি পায়ে পথ হেঁটে চলেন যান।
ভক্তদের যার যার মনস্কামনা নিয়ে কাশী বিশ্বনাথ তারকেশ্বরে বাবা মহাদেবের কাছে যান ভক্তদের এই ভক্তি দেখে মহাদেব স্থির থাকতে পারেন না। প্রতিবছরের ন্যায় বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ছুটে যায় মহাদেবের কাছে। পথে যাতে কোন বিপদ না হয় সেই জন্য নিরাপত্তা দেয়া হয় ভক্তদের, এবং জায়গায় জায়গায় তাদের জন্য সুরক্ষিত সেবা দেয়ারও ব্যবস্থা থাকে। যাতে পথে তাদের কোনরকম কষ্ট না হয় বা কোন সমস্যায় না পড়েন।
কিংবা পথে কোন দুর্ঘটনা না। তাই জন্য কিছুটা দূরে দূরে সেবার ব্যবস্থা করা হয়েছে। শনিবার ৯ নম্বর ওয়ার্ড থেকে তেতুলতলার সামনে এই জলছত্ত্ব পরিষেবা দেয়া হয় ভক্তবৃন্দের জন্য উপস্থিত ছিলেন গৌড় জানা আট নম্বরের কাউন্সিলর তিনি শিব ঠাকুরের গলায় মাল্যদান করেন এবং ধুপ দ্বীপের অর্চনা করেন।
অরিন্দম ধর , গৌরব সাহা, বাবলু, বাপ্পা , মন , সৈকত, লোকনাথ কন্সট্রাকশন বাকি মহিলা বিন্দু এই অনুষ্ঠানে এরা সবাই একে অপরের হাত বাড়িয়ে দিয়েছিলেন। এবং ভক্তদের যাতে কষ্ট না হয় তারা ঠান্ডা জল মাজা বিস্কুটের প্যাকেট লজেন্স বেনডেড মলম
এবং বিভিন্ন ধরনের মেডিসিন রাখা হয়েছিল পরিষেবা দেয়ার জন্য যাতে ভক্তদের কোনোরকম যাতায়াতের অসুবিধা না হয়। সারারাত ধরে ভক্তরা হেঁটে যান এনারাও সুন্দরভাবে পরিষেবা দিয়ে যান। এছাড়াও বক্তার বক্তব্যের মাধ্যমে জানা গেল কোন কিছু দান করা মানেই পূর্ণিমা লাভ করা তিনি আরো বললেন
এই একমাস জাতির শ্রাবণ মেলা শুরু হয়েছে তারা ভক্তদের জন্য এই জলছত্ত্ব পরিষেবা প্রতি শনিবার রাখবেন এবং তাদের বক্তব্যে জানা যায় ভক্তরা যার যার মনস্কামনা নিয়ে যাচ্ছে তারকেশ্বরের মহাদেবের মাথায় জল ঢালতে । তারা যেন সুস্থভাবে বাবা ভোলানাথের মাথায় জল ঢেলে সুস্থভাবে বাড়ি ফিরে আসেন।বাড়িতে পরিবার পথ চেয়ে থাকে আপন জনের অপেক্ষায়। বাড়ির সন্তান সুস্থ ভাবে যেন ফিরে আসে এই কামনা করেই মহাদেবের কাছে। হর হর মহাদেব।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””