– প্রতিবেদক মাহবুব আলমঃ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত জিরো টলারেন্স নীতিকে মাথায় নিয়ে মাদকের অপব্যবহার ও সচেতনতা বৃদ্ধির জন্য আজ ৬ই ফেব্রুয়ারী ২০২৪ইং শ্রীনগর থানাধীন শ্রীনগর সরকারি কলেজে উপস্থিত ছাত্রছাত্রীদের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়,
মুন্সিগঞ্জ এর উপপরিচালক জনাব মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো: সিরাজুল ইসলাম,অধ্যক্ষ, শ্রীনগর সরকারি কলেজ, শ্রীনগর, মুন্সিগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে প্রফেসর মো: শাহেদ আলী, উপাধ্যক্ষ, শ্রীনগর সরকারি কলেজ, শ্রীনগর, মুন্সিগঞ্জ। সভাপতি: জনাব মোহাম্মদ নাসির হোসেন, আহ্বায়ক, বার্ষিক ক্রীড়া (বহিঃ) প্রতিযোগিতা কমিটি-২০২৪ শ্রীনগর সরকারি কলেজ, শ্রীনগর, মুন্সিগঞ্জ। প্রধান অতিথি মহোদয় উপস্থিত শিক্ষার্থীদেরকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান।