বুধবার ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:৫১
শিরোনামঃ
শেখ হাসিনাসহ ২৬২ জনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ।। নারায়ণগঞ্জ কাইকার ব্রিজের ঝোপ থেকে বস্তাবন্দি যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খুলনায় ফিল্ম স্টাইলে দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ২ যুবক সুবর্ণচরে অবৈধ সম্পর্কের দায়ে মাদ্রাসা সুপারসহ নারীকে আদালতে প্রেরণ  চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের সদস্যকে আটক খাদ্য শুধু ক্যালরির ব্যাপার নয়, এটি মর্যাদার, ন্যায়ের- প্রধান উপদেষ্টা শ্রীমন্ত শঙ্করদেব এর ৫৭৭ তম জন্মদিন উদযাপিত হল এবং জুবিন গর্গকে শ্রদ্ধা জানান নাটোরে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” উদ্বোধন ফতুল্লায় দম্পতির ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু

শ্রীপুরে কন্যাশিশুকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন মা,,স্বামীর সাথে ঝগড়া করে।।

nagarsangbad24
  • প্রকাশিত: ডিসেম্বর, ১০, ২০২৪, ১:৫২ পূর্বাহ্ণ
  • ১৩৮ ০৯ বার দেখা হয়েছে

 

শ্রীপুরে কন্যাশিশুকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন মা,,স্বামীর সাথে ঝগড়া করে।

 

গাজীপুর প্রতিনিধি।। গাজীপুরের শ্রীপুরে কন্যাশিশুকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন এক মা। এতে মা ঘটনাস্থলেই নিহত হন ও গুরুতর আহত হয় শিশুটি। পরে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথে উপজেলার সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে এ ঘটনা ঘটে। নিহত মায়ের নাম নাসরিন আক্তার (২৮)। তার মেয়ের নাম রওজাতুল জান্নাত রাফসা (১৪ মাস)। রাফসা তার দ্বিতীয় সন্তান। বেলাল আহমেদ নাঈম (১৪) নামে তার আরো এক সন্তান রয়েছে। নাসরিন আক্তারের স্বামীর নাম মো. রাসেল মিয়া। তার বাড়ি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার টাঙ্গাবো গ্রামে। তারা শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। রাসেল শ্রীপুর পৌর এলাকায় বৈরাগীরচালায় কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শ্রমিক। রেলওয়ের কর্মী ও স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনটি আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে সাতখামাইর রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় নাসরিন আক্তার মেয়েশিশুটিকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ট্রেন কাছাকাছি এলে তিনি সামনে ঝাঁপ দেন। এতে ইঞ্জিনের আঘাতে নাসরিন আক্তার শিশুসহ প্রায় আট থেকে ১০ ফুট দূরে ছিটকে পড়েন। প্রত্যক্ষদর্শী আনোয়ার জানান, ঘটনার প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যে ওই নারী মারা যান। গুরুতর অবস্থায় আশপাশের মানুষজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এদিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্বজনরা ওই নারীর মরদেহ নিয়ে গেছেন বলে জানা গেছে। প্রতিবেশী ভাড়াটিয়া কুলসুম বলেন, ‘গত তিন দিন ধরে মো. রাসেল মিয়া কাজে যাচ্ছিলেন না। তা নিয়ে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল বলে জানতাম।’ নিহতের ছেলে বেলাল আহমেদ নাঈম জানায়, তার বাবার সঙ্গে ঝগড়ার একপর্যায়ে বোনকে কোলে নিয়ে মা আজ সোমবার সকাল ৬টার দিকে ঘর থেকে বের হয়েছিলেন। পরে সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা জানতে পারে তারা। প্রত্যক্ষদর্শী তাজুল ইসলাম বলেন, ‘আজ সকাল ৭টার দিকে কোলে শিশুটিকে নিয়ে রেললাইনের পাশে বড় একটি আমগাছের নিচে বসে ছিলেন ওই নারী। সেখানে বসে শিশুটিকে বুকের দুধ পান করান। এর একপর্যায়ে শুকনো পাতা জড়ো করে আগুন জ্বালিয়ে আগুন পোহান। পরে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি কাছাকাছি চলে এলে কোলে শিশু নিয়ে সামনে ঝাঁপ দেন।’ শ্রীপুর রেলওয়ের রেলস্টেশন মাস্টার সাইদুর রহমান বলেন, ‘শিশুবাচ্চাসহ এক মা চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন বলে শুনেছি। রেলওয়ে পুলিশকে ঘটনাটি জানানো হয়েছে।’ শ্রীপুর থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল নগর সংবাদ কে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell