নগর সংবাদ।। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি আবাসিক হোটেল থেকে মনোয়ারা বেগম (৪০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩১ অক্টোবর) বিকেলের দিকে শহরের নতুন বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মনোয়ারার বাসা শহরতলীর শাহীবাগ এলাকায়। হোটেল ম্যানেজার মো. আব্দুল কাইয়ুম বলেন, মনোয়ারা হোটেলের নিচে বাজারে লেবু, মরিচ বিক্রি করতেন। মাঝে মাঝে হোটেল পরিস্কারের কাজও করতেন। আজ হোটেলের তিনতলার বাথরুমে তার মরদেহ পাওয়া গেলে পুলিশে খবর দেওয়া হয়। শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, মৃত নারীর পরনে নীল রংয়ের শাড়ি ও ক্রিম কালারের ব্লাউজ ছিল। শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সহিদুল হক মুন্সি বলেন, আমরা বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ওই নারীর ঘাড়ে ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে।