আজ ২৪ শে সেপ্টেম্বর, রবিবার সকাল দশটায়, বনহুগলী আর বি টি ক্লাবে, ১৩ নম্বর ওয়ার্ডের শ্রীমতি ডালিয়া মুখার্জির পরিচালনায় একটি রক্তদান উৎসবের আয়োজন করেন।,
এর সাথে সাথে ছিল, কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা, স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবির এবং সান্ধ্যকালীন একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। প্রায় দেড়শ থেকে ১৭৫ জন মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং রক্তদান করেন, বউ দূর দুরান্ত থেকে সাধারণ মানুষেরা এখানে এসে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করে যান, এই ধরনের অনুষ্ঠানকে স্বাগত জানান এলাকার মানুষ, এবং উপস্থিত অতিথিবৃন্দরা, প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে এবং ফিতে কেটে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়,
শুভ সূচনা করেন লোক সবার সাংসদ অধ্যাপক শ্রী সৌগত রায় মহাশয় , এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক তাপস রায় মহাশয়, এছাড়া উপস্থিত ছিলেন আজকের এই অনুষ্ঠানে বরানগর পৌরসভার পৌর মাতা শ্রী মতী অপর্ণা মৌলিক, উপ পৌর প্রধান দিলিপ নারায়ণ বসু,
সহযোগী ১৩ নম্বর ওয়ার্ডের গৌতম ঘোষ, মন্ত্রী শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্য, সভানেত্রী দমদম ও ব্যারাকপুরের সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের শ্রীমতি কেয়া দাস, পৌর প্রধান পরিষদ সদস্য শ্রী জয়ন্ত রায়,
শ্রীমতী আলপনা লাহা, কার্তিক মান্না সর্বশিক্ষা অভিযান কলিকাতা জেলা পৌর সদস্য, শ্রী শংকর রাউত সভাপতি আইএন টি ইউ সি, শ্রী নির্মল ঘোষ বিধায়ক মুখ্য সচেতক, কুমারী রাজন্যা হালদার ডায়মন্ডহারবার যাদবপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদ, শ্রী প্রসূন আচার্য বিশিষ্ট পরিবেশবিদ ও সাংবাদিক, শ্রী পার্থ ভৌমিক মাননীয় মন্ত্রী , শ্রী জয়দীপ দাস সাধারণ সম্পাদক রাজ্য তৃণমূল, শ্রী গোপাল সাহা পৌরপ্রধান কামারহাটি পৌরসভা, শ্রী বিশ্বজিৎ বর্ধন সভাপতি তৃণমূল কংগ্রেস পৌর সদস্য, শ্রী অঞ্জন পাল পৌর প্রধান পরিষদ সদস্য, শ্রী রামকৃষ্ণ পাল পৌরপ্রধান পরিষদ সদস্য, শ্রী অনিন্দ্য চৌধুরী সভাপতি তৃণমূল যুব কংগ্রেস, শ্রী নান্টু নন্দী।
এবং ছাত্র পরিষদের ত্রিরাঙ্কুর সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং এলাকার সাধারণ নাগরিকগন উপস্থিত সকল অতিথিকে ব্যাচ উত্তরীয় এবং পুষ্প স্তবক দিয়ে সম্মানিত করেন, সকলের বক্তব্যের মধ্য দিয়ে উঠে আসে একটি কথা রক্তদান জীবন দান একজনের এক ফোঁটা রক্ত একটা মানুষের জীবন ফিরিয়ে দিতে পারে এবং স্বাস্থ্যই জীবনের শ্রেষ্ঠ সম্পদ তাই আজ ডালিয়া মুখার্জির পরিচালনায় এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠান করায় আমরা কৃতজ্ঞ।
এই মুহূর্তে দেশে রক্তের অনেকটাই অভাব তাই সবার সহযোগিতায় যতটুকু সম্ভব সেই রক্ত পূরণের চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। আমরা কৃতজ্ঞতা জানাবো ডালিয়া মুখার্জীকে একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আরো বিভিন্ন অনুষ্ঠান এবং ছাত্র-ছাত্রীদের সম্বর্ধনা দেওয়ার জন্য। এবং সাধারণ মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য সংক্ষিপ্ত বক্তৃতার মধ্য দিয়ে, শ্রীমতি ডালিয়া মুখার্জি একটি কথাই বলেন কোন কিছু একার পক্ষে করা সম্ভব নয় সবার সহযোগিতা এবং আমার উপরে যারা আছেন তাদের সহযোগিতা পেয়েই তবেই আমি এই ধরনের একটি অনুষ্ঠান করতে পেরেছি।
আমি কৃতজ্ঞ আমাকে সবাই সহযোগিতা করার জন্য। আর যারা এই রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন এবং স্বাস্থ্য পরীক্ষা করেছেন তাদের কাছেও ,আমি কৃতজ্ঞ, যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, কৃতজ্ঞ যে সকল ডাক্তার উপস্থিত ছিলেন এবং ব্লাড ব্যাংকের সকল শুভানু ধ্যায়ী কেও।