শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্ম উৎসব পালন করেন আটাপাড়া পল্লী বাসিবৃন্দ।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্ম উৎসব পালন পালন করলেন আটাপাড়া বাজারের এক নম্বর রিক্সা স্টান্ড ও পল্লী বাসিবৃন্দ।
১৬ই আগস্ট শনিবার আটাপাড়া এক নম্বর স্ট্যান্ডে এই লোকনাথ বাবার জন্ম উৎসব পালন করা হলো। এই এখানে উপস্থিত ছিলেন শঙ্কর দে সম্পাদক, বাবলু বিশ্বাস সহ-সভাপতি, সুভাষ বৈরাগী কোষাধক্ষ্য, মলয় মল্লিক
এবং পুন্যেন্দু দত্ত উপদেষ্টা এছাড়াও রয়েছে পল্লীবাসী বৃন্দ। এই অনুষ্ঠানে ফাইনাস করেছেন পি. ডি রাহুল টিচ ওয়ার্ল্ড। আরেকজনের কথা না বললে হয় না মিস্টার দাশগুপ্ত যার মাইক্রোফোনের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায় এবং পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে পরিচালনা করেন।
মীরা সমাদ্দার স্মৃতির উদ্দেশ্যে তার পুত্র শৈলেন সমাদ্দার উদ্যোগ ১৫০-২০০ জন অসহায় মানুষদের শাড়ি বিতরণ করলেন। শৈলেন বাবু বক্তব্যে বলেন নিজের মা মীরা সমাদ্দার জন্য তেমন কিছু করা সুযোগ পান নি।
তাই আজ মাকে ভালোবেসে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে তিনি আশা রাখছেন আগামী বছর আরো এরকম অসহায় আমাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন।
মিরা দেবী যেখানেই থাকুন না কেন তার সন্তানকে আশীর্বাদ করবেন। তার এরকম উদ্যোগে পল্লীবাসী বৃন্দ তাকে কুর্নিশ জানাই। এছাড়াও আরো বক্তব্যে আমরা শুনলাম যে এখানে রাত থেকে জোগাড় হয় ভক্তদের প্রসাদ।
প্রায় দেড় হাজার থেকে সাড়ে তিন হাজার পর্যন্ত ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়। বিভিন্ন ধরনের ভোগ পোশাক এই অনুষ্ঠান চলেন ১৫-১৬ তারিখ পর্যন্ত। এছাড়াও রয়েছে সংস্কৃতিক অনুষ্ঠান জয় নিতাই বাউল সঙ্গীত।
বিশ্বজিৎ মন্ডল এবং ইন্দিরা দাস মৌমিতা সরকার এনারা বাউল গানে মানুষের মন , ভক্তদের মন এবং দর্শকদের মন জয় করেছে। এই ভাবেই আগামী বছর আরো সুন্দরভাবে এগিয়ে চলুন। চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল শুভেচ্ছা ।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””