ভূমিদস্যু হাসানের বিরুদ্ধে,,গত ১০ সেপ্টেম্বর বেলা ১১ টায় চাষাড়া ডিং ডাইন রেষ্টুরেন্টে সা ংবাদিক সম্মেলন করেন একই এলাকায় বসবাসকারী ভুক্তভোগী মোঃ আবুল কালাম ( ৪০)। সৌদী প্রবাসী মোঃ আবুল কালাম সাংবাদিক সম্মেলনে বলেন, ২০১৮ সালে হাসানের কাছ থেকে ৪ কাঠা বাড়ি সহ জমি ৫২ লক্ষ টাকা রেজিষ্ট্রি বায়নার মাধ্যমে ক্রয় করেন। জমি বুঝিয়ে দেওয়ার জন্য হাসানকে বললে দেয় দিচ্ছি বলে টাল বাহানা শুরু করে। পরবতীতে বাড়ি সহ জমি বুঝিয়ে দেওয়ার জন্য ২১ – ৫ – ২০১৯ সালে তার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠান মোঃ আবুল কালাম। এছাড়া ২ নং ওয়াড কাউন্সিলর এই বিষয়ে হাসানকে ডাকলে কোন কণপাত করেনি হাসান। মিমাংসে ভূমিদস্যু হাসান না বসে উল্টো আবুল কালামকে হয়রানী করার জন্য ৪ – ৪ – ২০২২ সালে মোঃ আবুল কালাম সহ তার ৪/৫ জন বন্ধুর নামে মিথ্যা মামলা ঠকিয়ে দেন ভূমিদস্যু হাসান।
অপরদিকে মিথ্যা মামলা সহ নানা হয়রানী থেকে বাচার জন্য ভূমিদস্যু হাসানের বিরুদ্ধে মামলা দায়ের করেন মোঃ আবুল কালাম। পূব শত্রুতার জের ধরে গত ২৬ – ৮ – ২০২২ বেলা ১১ টায় আরিফ (৪৫) মিজমিজি পশ্চিম পাড়া এলাকা থেকে জমি বিষয়টি মিমাংস করার উদ্দেশ্যে মোঃ হাসানের বাড়ির পশ্চিম পাশে নিয়া যায়। তাহাদের সংগীয় অজ্ঞাতনামা আরো ১ জন মিলে আমাকে বিভিন্নভাবে হুমকী দমকি সহ জোরপূবকভাবে অজ্ঞানামা স্থানে নিয়ে যায়। আমার কাছে থাকা ব্যবসার ২ লক্ষ টাকা নিয়ে নেয় এবং আমাকে শারীরিকভাবে নিযাতন করে। এতে করে আমি অসুস্থ হয়ে পড়লে গত ৭ – ৯ – ২০২২ আনুমানিক ভোর সকালে ৪ ঘটিকার সময় আবুল কালামের বতমান ঠিকানার পাশে ফেলে রেখে তারা চম্পট দেয়। আশ পাশের লোকজন বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানার পুলিশকে অবগত করলে থানার পুলিশ আবুল কালামকে উদ্ধার করে। এ ব্যাপারে মোঃ আবুল কালাম জীবন বাচানোর তাগিদে এবং ক্রয়কৃত সম্পতি ফিরে পাওয়ার জন্য অবশেষে নিজে বাদী হয়ে উক্ত এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে মোঃ হাসান, তার স্তী সুমী আক্তার ( ৩৬) ও ছিদ্দিকুর রহমানকে আসামী করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার এস আই মঞ্জুরুল ইসলাম।সম্মেলনের পর সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের টনক নড়ে এবং সৌদি প্রবাসী আবুল কালামের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলা রুজু করেন,মামলা নং-৪৪/৪৪৫, মামলার ধারা -৩৬৫/৩৪৪/৩২৮/৩২৩/৩৭৯/৫০৬/১০৯,,তারিখ, ২০/৯/২০২২ইং।মামলায় আসামি হলেন ১)মোঃহাসান পিতামৃত-মকবুল হোসেন ২)সুমী আক্তার স্বামী -মোঃ হাসান, ৩)সিদ্দিকুর রহমান পিতা,অগ্ঘাত, ৪)আরিফ পিতা অগ্ঘাত-সহ আরো আসামি দেখিলে চিনিবে,,থানা পুলিশ ভূমিদস্যু প্রতারক হাসান কে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন,,বাকী পলাতক আসামিদের গ্রেফতার করার প্রচেষ্টা রয়েছে,, চিন্হিত ভূমিদস্যু হাসান কে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করলে বিগ্গ আদালত আসামী হাসান কে জেল হাজতে প্রেরণ করেন ২৫/০৯/২০২২ইং তারিখ বিজ্ঞ আদালত প্রতারক হাসানের রিমান্ডের শুনানি করবেন।