১৪ ই এপ্রিল সোমবার, ঠিক সকাল দশটায়, কলকাতা রানী রাসমণি রোডের সংযোগস্থলে, সংবিধান বাঁচাও সমিতি আয়োজিত এবং সমীর কুমার দাস এর উদ্যোগে, ভারতরত্ন ডঃ বি আর আম্বেদকরের ১৩৪ তম জন্ম দিবস পালিত হলো, একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং প্রতিবাদের মধ্য দিয়ে এই মহাসমাবেশ। আজকের অনুষ্ঠানে প্রায় ১৮ টি সংগঠন উপস্থিত হয়েছিলেন বিভিন্ন জেলা থেকে, উপস্থিত ছিলেন ওয়ার্কিং প্রেসিডেন্ট জয়ন্ত বিশ্বাস সহ চন্দ্রা হরি, শংকর, উত্তম ,দিলীপ, বাবলু সহ অন্যান্যরা, প্রত্যেক অতিথিরা ও সদস্যরা একে একে ডঃ বি আর আম্বেদকর এর প্রতিকৃতিতে মাল্যদান করেন।
এই অনুষ্ঠান চলতে থাকে ছোট ছোট ছেলে মেয়েদের নৃত্য ও আদিবাসী ধামসা মাদলের বাজনার মধ্য দিয়ে। অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা বেশ কিছু দাবী তুলে ধরেন এবং সেগুলি যাতে কার্যকর করা হয় তাহা সাংবাদিকদের সামনে তুলে ধরলেন, যেভাবে দলিত সম্প্রদায়ের মানুষেরা নিপীড়িত হচ্ছেন, সমস্ত কিছু ন্যায় পাওনা থেকে প্রতারিত ও বঞ্চিত হচ্ছেন আমরা তার বিরুদ্ধেই লড়াই করে চলেছি। তাই আজ ডক্টর বি আর আম্বেদকরের জন্মদিন কে সামনে রেখেই আমাদের দাবী। তফসিলি জাতি ও তফসিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর ওবিসি সমস্ত শিশুদের বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে হবে। সকল ক্ষেত্রে বেসরকারী ,সরকারি পিএস ইউ, শিক্ষা ,কর্পোরেশন এবং সমবায় ইত্যাদি তে এস সি, এস টি ,,ওবিসি দের জন্য অভিন্ন নিয়োগ এবং সংরক্ষণ নীতি কার্যকর করতে হবে ভারতরত্ন বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের জনক বলে মান্যতা দিতে হবে,
এবং ভারতীয় মুদ্রা, নোট এবং কয়েন এ তাহার ছবি মুদ্রণ করতে হবে। কলকাতার রেড রোডে ইন্দিরা গান্ধী সরণি অবস্থিত, ডঃ বি আর আম্বেদকরের মূর্তিটি মেট্রো চ্যানেল, ধর্মতলা বা রাজভবনের দক্ষিণ গেট সংলগ্ন ,রাজ ভবনের সামনে একটি বিশিষ্ট স্থানে, প্রকৃত চেহারা প্রধানত মুখ সহ স্থাপন করতে হবে। তফসিলি জাতি ও তফসিলি উপজাতির অত্যাচার প্রতিরোধ আইন ১৯৮৯ সব ক্ষেত্রে যথাযথভাবে প্রয়োগ করতে হবে। যেকোনো অবস্থায় ভারতীয় সংবিধান পরিবর্তন করা বন্ধ করতে হবে এবং সমস্ত সংবিধানিক অধিকার এবং বাদ্যবাধকতা সব ক্ষেত্রে বজায় রাখতে হবে।
রাজ্য ভিত্তিতে পরিবর্তে, সর্বভারতীয় ভিত্তিতে তফসিল জাতি এস সি, তফসিলি উপজাতি এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী ওবিসি বর্ণ সংশা পত্র জারি করার জন্য একটি ফর্ম নীতি বাস্তবায়ন করতে হবে। জাল সার্টিফিকেট প্রধান বন্ধ করতে হবে। এছাড়াও আরো অন্যান্য দাবি তুলে ধরেন তাহারা আরো বলেন সকলের কাস্ট সার্টিফিকেট এক হতে হবে, এবং এমন একটি শিক্ষানীতি চালু করতে হবে যেখানে ছেলেমেয়েরা সঠিক পড়াশোনা করে চাকরি পেতে পারে, সাথে সাথে রেড রোডে যে আম্বেদকরের মূর্তি স্থাপিত হয়েছে তার প্রতিবাদ করেন, তাহারা বলেন মূর্তিটি আদ্য আম্বেদকরের নয়, এমনকি আমরা প্রতিবাদ করায় পরে একটি চশমা পরিয়ে দেওয়া হয়। ভাবে সমাজকে অবহেলিত করে চলেছে, আমরা সরকারকেও বলেছি যদি আপনারা প্রকৃত মূর্তি স্থাপন করতে না পারেন আমরা স্থাপন করব। কিন্তু সরকার করবার কথা বললেও আজও তা হয়নি আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।