সংস্কৃতি মন্ত্রণালয় ভারত সরকারের উদ্যোগে , আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হলো
”"সম্পা দাস,
--সম্পাদক
দৈনিক নগর সংবাদ
নগর সংবাদ ২৪ ডটকম
নগর টিভি, কলকাতা ব্যুরো""
১৯শে মে সোমবার, ১৮ ই মে রবিবার ঠিক সন্ধ্যে ৬টায় ,আশুতোষ বার্থ সেন্টেনারি অডিটোরিয়ামে, সংস্কৃতি মন্ত্রণালয় ভারত সরকারের উদ্যোগে এবং নৃত্য একাডেমীর সহযোগিতায় ও বিদুষী রেশমী বসু পরিচালিত ,
দেবী মহাত্তয়াম অনুষ্ঠান ও আন্তর্জাতিক জাদুঘর দিবস পালিত হলো , সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে।
এই অনুষ্ঠানকে সুন্দর ও সুন্দরময় করে তুলেছিলেন ওডিসি নৃত্যের মধ্য দিয়ে শিব রঞ্জনী ওডিসি ড্যান্স একাডেমির ছেলে মেয়েরা নৃত্যের মধ্য দিয়ে মঞ্চকে আলোকিত করে রাখেন।
দেবী দুর্গা নয়টি রূপ এখানে দেখানো হয় এই পরিবেশনার মধ্যে দিয়ে শুরু হয় গুরুর রেশমি বসুর অশুভের ওপর শুভ শক্তির বিজয়, তথা নারী শক্তির মাহাত্ম্য কে ব্যাখ্যা করতে চেয়েছেন ,
সমস্ত দেবী উর্যার মূল শক্তি মহাগৌরীর চরিত্রে বিদুষী রেশমী বসুর অভিনয় ও নৃত্য শৈলী এক কথায় অনবদ্য। দ্বিতীয় পর্বে ছোট ছোট শিশুদের নৃত্য পরিবেশনা দর্শকদের মন ছুঁয়ে যায় সমগ্র পরিবেশনার ভাবনা, নৃত্যায়ন ও পরিকল্পনায় ছিলেন রেশমি বসু।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভারতীয় জাদুঘরের ডেপুটি ডিরেক্টর ড: সায়ন ভট্টাচার্য। ছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিবৃন্দ, অনুষ্ঠানে শুভ সূচনার পর সম্মানীয় অতিথিদের উত্তরীয় ও ব্যাচ করিয়ে সম্মানিত করেন।
নয়জন দুর্গা রুপে বিশেষ নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, এই নয় দুর্গা রূপে ছিলেন যশিতা সাহা, প্রপিটি নাটুয়া,সুসামা দত্ত, আরিত্র রায়, তিয়াশা সেনগুপ্ত,ভনিশা মনকসিয়া, আনডিকা ভগচাঁদকা, ও বিদুশী রক্ষী বাসু, মহিসাসুর ভূমিকায় ছিলেন উপাসনা চক্রবর্তী।এবং হল ভর্তি অতিথিদের আনন্দ দেন, সবার মন মুগ্ধ করেন,
সংক্ষিপ্ত কথার মধ্য দিয়ে ভারতীয় জাদুঘরের ডিরেক্টর ড: সায়ন ভট্টাচার্য বলেন, সত্যিই একটি মনমুগ্ধকর অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে জাদুঘর দিবস পালিত হলো, ওডিশি নৃত্য মানেই, নিত্য শিল্পীদের কাছে একটা আলাদা মাত্রা যোগ করে। আজ সবার উপস্থিতিতে এরকম একটি অনুষ্ঠান জাদুঘর দিবস উপলক্ষে করায় আমরা কৃতজ্ঞ।। আগামী দিনে আরো ভালো কিছু করা যাক সেই চিন্তা ভাবনা নিশ্চয়ই আমাদের থাকবে, দর্শকদের ও শিল্পীদের আনন্দ দিতে।
”"সম্পা দাস,--সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি, কলকাতা ব্যুরো""