বিশেষভাবে সক্ষমদের জন্য ক্রীড়া ও আনন্দের মিলনমেলা“WOW – Wings of Will”
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”””
আয়োজন করল লায়ন্স ক্লাব অফ কলকাতা চ্যালেঞ্জার্স**সমাজের বিশেষভাবে সক্ষম মানুষদের আত্মবিশ্বাস, প্রতিভা ও মানসিক শক্তিকে সামনে আনার লক্ষ্যেই লায়ন্স ক্লাব অফ কলকাতা চ্যালেঞ্জার্স আয়োজন করল এক ব্যতিক্রমী স্পোর্টস কার্নিভাল — “WOW – Wings of Will”। উৎসবমুখর পরিবেশে সারাদিনব্যাপী এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মুখে ছিল হাসি, চোখে ছিল আত্মপ্রত্যয়ের আলো।

সকাল ১১টায় সম্মানীয় অতিথি শ্রী জাভেদ আহমেদ খান-এর হাত ধরে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এর পরেই ১১টা ১৫ মিনিটে এক ক্যাডেটের কণ্ঠে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত, যা উপস্থিত সকলের মধ্যে দেশপ্রেম ও আবেগের সঞ্চার করে।

১১টা ২০ মিনিটে ‘HUM’-এর পরিবেশনায় মনোমুগ্ধকর পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে। পরবর্তীতে ১১টা ২৫ মিনিটে প্রধান অতিথি ও বিশিষ্ট ব্যক্তিবর্গকে উষ্ণ সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

এরপর ১১টা ৪০ মিনিট থেকে শুরু হয় প্রতীক্ষিত ক্রীড়া প্রতিযোগিতা। মিটার রেস, স্যাক রেস, স্পুন রেস এবং ক্রিকেট—এই সব খেলায় বিশেষভাবে সক্ষম প্রতিযোগীরা অসাধারণ উদ্দীপনা ও খেলোয়াড়সুলভ মনোভাবের পরিচয় দেন। খেলাধুলার মধ্য দিয়ে তাঁদের অদম্য ইচ্ছাশক্তি ও সক্ষমতা স্পষ্টভাবে ফুটে ওঠে।
দুপুর ১টা ৩০ মিনিটে মধ্যাহ্নভোজের বিরতির পর, ২টা ৩০ মিনিটে শুরু হয় নানা মজার কার্যকলাপ ও আন্তরিক আলাপচারিতা, যা অংশগ্রহণকারী ও অতিথিদের মধ্যে আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলে।
বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা। তাঁদের প্রতিভা ও আত্মপ্রকাশ সকলের প্রশংসা কুড়ায়।

এরপর ৪টায় উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হয় ডিজি লায়ন স্বাতী গোস্বামী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিদের।
৪টা ৩০ মিনিটে বিভিন্ন এনজিও ও অতিথিদের সম্মাননা প্রদান করা হয়, যাঁরা বিশেষভাবে সক্ষমদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন।
অনুষ্ঠানের শেষ ভাগে সন্ধ্যা ৫টায় ডিজে ইভিনিং অংশগ্রহণকারীদের আনন্দে মাতিয়ে তোলে।
অবশেষে ৫টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়, কিন্তু রয়ে যায় অনুপ্রেরণা, আনন্দ ও মানবিকতার এক গভীর স্মৃতি।

“WOW – Wings of Will” প্রমাণ করে দিল—ইচ্ছাশক্তির ডানা থাকলে কোনও সীমাবদ্ধতাই বাধা হতে পারে না। লায়ন্স ক্লাব অফ কলকাতা চ্যালেঞ্জার্স-এর এই উদ্যোগ নিঃসন্দেহে সমাজে এক ইতিবাচক ও অনুপ্রেরণামূলক বার্তা বহন করল।
