১৭ই এপ্রিল বুধবার, সন্ধ্যা ৭টায় দমদম সমাধান ভবনে, পৌর পিতা ১৫ নম্বর ওয়ার্ডের দেবাশীষ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই দুটি গানের শুভ উন্মোচন হয়। গানটির কথা ও সুর প্রিয় ভট্টাচার্য এবং শিল্পী প্রদীপ চৌধুরী, বহু অপেক্ষার পর গান দুটি সবার সামনে তুলে ধরলেন এবং দুটি লাইন যে মানুষের মন জয় করলেন।
গান দুটি একটু ভিন্ন স্বাদের একটি পশ্চিমবাংলার ভাব ধারাকে কেন্দ্র করেই গেছেন আরেকটি রোমান্টিক এর উপর তিনি গানটি গেয়েছেন। ক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে পৌরপিতা দেবাশীষ বন্দ্যোপাধ্যায় বলেন,
আজ আমি এই গান দুটি উন্মোচন করতে পেরে মুগ্ধ, যে গান দুটি আজকে শুভ সূচনা হলো দর্শকদের মন মুগ্ধ করবে, দর্শকরা যদি শিল্পীদের কে উৎসাহ দেয় তবেই শিল্পীরা নতুন নতুন গানের সৃষ্টি করতে পারবেন তাই একটা কথাই বলবো ইদানিং সঙ্গীতপ্রেমী মানুষেরা ইউটিউব এর মাধ্যমে গান শোনার চেষ্টা করেন এবং সেখান থেকে তার প্রয়োজনীয় গান বেছে নেয় আমি মনে করি এই শিল্পীকে উৎসাহ দেয়ার জন্য আপনারা ঠিক সেম এই গান দুটি শোনার চেষ্টা করুন এবং শিল্পীকে উৎসাহিত করুন যাতে শিল্পী আরো আপনাদেরকে নতুন গান উপহার দিতে পারে।
চেষ্টা করি বিভিন্ন অনুষ্ঠানে শিল্পীদের উৎসাহিত করার জন্য মঞ্চে আনার। তার সাথে সাথে শিল্পী ও সুরকার যেমন নিজেদের কথা তুলে ধরলেন ,কিভাবে তারা গান দুটি করেছেন , তেমনি তিনি যে সকল গানে নৃত্যশিল্পীরা অভিনয় করেছেন ,
তাদের কথাও তুলে ধরলেন ,তাদের মধ্যে ছিলেন তিয়াসা রায়, যিনি এই গানে অভিনয় করেছেন, এর সাথে সাথে শিল্পী জানান আমি যে দুটি গান গেয়েছি, তুমি এলেনা , এবং আকাশের এতো আলো, গান দুটি শুনুন,
নিশ্চয়ই আপনাদের মুগ্ধ করবে আশা করছি, একটা বার শুনবেন আর আপনাদের ভালো লাগার উপর নির্ভর করবে আমার আগামী দিনের এগিয়ে যাওয়ার পথ। আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করুন ,তাই যে সকল সঙ্গীতপ্রেমী মানুষ আজকের মঞ্চে উপস্থিত ছিলেন সকলকে আমার তরফ থেকে নববর্ষের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।