প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৮:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২৩, ৩:৩০ পূর্বাহ্ণ
সত্য সংবাদ প্রকাশ করায় বন্দরে এন সিটি নিউজের সম্পাদক এস এম শাহীনের অফিস ভাংচুর ব্যাপক ক্ষতি সাধন করে দুর্বৃত্তরা-নগর সংবাদের তীব্র নিন্দা আসামিদের গ্রেফতার দাবী
সত্য সংবাদ প্রকাশ করায় বন্দরে এন সিটি নিউজের সম্পাদক এস এম শাহীনের অফিস ভাংচুর ব্যাপক ক্ষতি সাধন করে দুর্বৃত্তরা-নগর সংবাদের তীব্র নিন্দা আসামিদের গ্রেফতার দাবী
নারায়ণগঞ্জসহ বন্দরে বিভিন্ন সময় সন্ত্রাসী,ভূমিদস্যু, চাদাঁবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় জাতীয় নিউজ পোর্টাল এন সিটি নিউজ ২৪. কমের সম্পাদক ও স্থানীয় সংবাদপত্র সচেতন পত্রিকার বন্দরে অবস্থিত অফিসে হামলা ও ভাঙচুর করেছে অজ্ঞাত পরিচয়ে দুর্বৃত্তরা।
রবিবার রাতে উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় ১০/১২জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অফিসে কাউকে না পেয়ে হামলা ও ভাঙচুর করে। এতে অফিসের ভেতরে থাকা কম্পিউটার ও ল্যাপটপ ভেঙ্গে চুরমার হয়ে যায়। এসময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এন সিটি নিউজের সম্পাদক ও স্থানীয় সংবাদপত্র সচেতন পত্রিকার স্টাফ রিপোর্টার,বন্দর মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম শাহীন জানান, বিভিন্ন সময় সন্ত্রাসী,ভূমিদস্যু,চাদাঁবাজ ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হয়। এতে বিভিন্ন সময় প্রাণনাশের হুমকি দিতো। রাতে দুর্বৃত্তরা কাউকে না পেয়ে অফিসের ভেতরে ঢুকে কাঁচের দরজা ও জানালা সহ কম্পিউটার ও ল্যাপটপ ভাংচুর করে। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.