সদ্য ভূমিষ্ঠ নবজাতক রেখে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে থেকে পালিয়ে গেছেন এক মা। পরে জানা গেছে, তিনি হাসপাতালে নিজের আসল নাম-ঠিকানা দেননি।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন জানান, গত বুধবার (০৭ সেপ্টেম্বর) হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক নারী ভর্তি হন। তিনি একটি ছেলে শিশু প্রসব করেন। শিশুটা অসুস্থ থাকায় সেদিন হাসপাতালের ২নং শিশু ওয়ার্ডে নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে ওই নারীকে আর খুঁজে পাওয়া যায়নি। নবজাতক সন্তান রেখেই তিনি চলে গেছেন।
তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তির সময় রেজিস্ট্রারে ওই নারী নাম লিখেছেন রিনি খাতুন। স্বামীর নাম মোমিন এবং বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট এলাকা। তবে ভর্তির সময় দেওয়া ঠিকানা সঠিক নয়।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন জানান, বর্তমানে ওই শিশুটি সুস্থ রয়েছে।
তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, সনাতন ধর্মের ওই নারীর স্বামী সৌদি আরব প্রবাসী। বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার কবুরহাটে। তার স্বামী গত দুই বছর দেশে আসেননি। তাদের দুটি মেয়ে সন্তান রয়েছে।