সফল ব্যবসায়ীদের পারস্পরিক সম্পর্কের পরিধি নির্মাণে পথ চলা শুরু করেছে রয়েল বিজনেস এসোসিয়েটস
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
প্রবাদ আছে বাণিজ্যে বসতে লক্ষ্মী ।বিশ্বে প্রথম কবে মানুষ বাণিজ্যের তরী ভাসিয়েছিল তার সঠিক সময়কাল নেই। কিন্তু সমাজজীবনে বিনিময় প্রথার সূত্রে মানুষ বুঝেছিল একে অন্যের পরিপূরক হয়ে উঠতে বাণিজ্যই ভরসা। ফলে বিভিন্ন সভ্যতায় বাণিজ্য গুরুত্ব পেয়েছে ইতিহাসে ধর্মে বানিজ্য হয়েছে মানব সভ্যতার প্রতীক।
রোমান সভ্যতায় বাণিজ্যের ভগবান হয়েছেন মার্কারি। আমাদের দেশে লক্ষ্মী। বাংলায় বণিকেরা বাণিজ্যিক পণ্য নিয়ে তরী নিয়ে পৌঁছেছে বিশ্বের বিভিন্ন প্রান্তে । চাঁদ সযওদাগরের কথা আমরা জানি। আজকের কর্পোরেট দুনিয়ায় পৃথিবী একটি ছোট্ট গ্রাম। বাণিজ্যকে পেশা করে অসংখ্য মানুষ জীবিকা নির্বাহ করছেন।
প্রতিযোগিতা বেড়েছে। রাষ্ট্রীয় নিয়মনীতি তৈরি হয়েছে। দরকার বিভিন্ন পণ্যের পেশাদারী মানুষের ঐক্য। একে অপরকে চেনা। এই ভ্রাতৃত্বের বন্ধনে থাকার প্রয়োজনীয়তা উপলব্ধি করে নানাপ্রান্তে গড়ে উঠেছে ব্যবসায়ীদের নিজস্ব সংগঠন।
সেই তালিকায় যুক্ত হলো নবাগত রয়েল বিজনেস এসোসিয়েটস। মাত্র চারমাস আগে চার সদস্যের পদক্ষেপে যার যাত্রা শুরু আজ সেই সংগঠনের সদস্য প্রায় দেড়’শ।
শনিবার মধ্য কলকাতার এক বিলাসবহুল হোটেলে ছিল সদস্যদের জমায়েত। পারস্পরিক পরিচিত হওয়ার সুযোগ। এই সংগঠনের প্রাণপুরুষ সফল ব্যবসায়ী রবি খেমকা। যিনি পর্যটন ব্যবসায় যুক্ত।
পেশাগত অভিজ্ঞতা আর নিজেদের সংগঠনের যোগসূত্রে সদস্যরা ভবিষ্যতে আরও চরম লক্ষ্যে পৌঁছানোর দিশা পাবেন এই সংগঠনের সদস্য হিসেবে।
প্রাণবন্ত উদ্যোগী নারী পুরুষ পেশাগত ব্যবসায়ী সমাজের মধ্যে মাইলস্টোন হয়ে উঠতে চলেছে রয়েল বিজনেস এসোসিয়েটস।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””