নগর সংবাদ নিউজ ডেস্ক।।সরকারের নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমান আদালত-৫ প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা।
শনিবার (১০ জুলাই) দুপুরে সদর চাষাড়া, মাসদাইর ও পঞ্চবটিতে এ জরিমানা আদায় করেন। এর আগে শিবু মার্কেট ও সস্তাপুর এলাকায় অটোচালক ও পথচারিদের মাঝে সরকারের দেয়া এাণ ও মাক্স বিতরন করেন আরিফা জহুরা
এসময় আরিফা জহুরা বলেন, সরকারের বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা ও স্বাস্থ্য বিধি না মানায় চাষাড়ায় একটি এ্যামোনিয়ামের দোকানে ২ হাজার টাকা, মাসদাইরে রাতুল মটরসকে ১০ হাজার টাকা ও পঞ্চবটি তিন ফার্নিচার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় পথচারিদের করোনাভাইরাস সম্পর্কে সর্তক ও বিনা কারনে বাড়ির বাহির না হওয়া নির্দেশ দেন আরিফা জহুরা।
এসময় সদর উপজেলা নির্বাহী ইউএনও আরিফা জহুরা বলেন,সকাল থেকে আমাদের অভিযান অব্যাহত ছিল। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে জেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।
আমরা যেখানে জরিমানা করা উচিত সেখানেই করেছি। তবে অধিকাংশ স্হানে মানুষকে সচেতনতার মাধ্যমে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছি।