সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেট ও জাগরণ আইপি টিভির অফিস ভাঙচুর এবং চুরির ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রামপুরা মডেল থানায় মামলাটি করেন জাগরণ আইপি টিভির প্রধান সম্পাদক এফ এম শাহীন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার এজাহারে শাহীন উল্লেখ করেন, ২০২১ সালের মে মাসে বাংলামোটরে ১১৫ কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের একটি ভবনের ১১ তলা ফ্লোরের একাংশ অফিস হিসেবে ভাড়া নিয়ে গণমাধ্যম কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে গত ৮ ফেব্রুয়ারি বিকেলে পরীক্ষামূলকভাবে ‘মাইক’ ছবি দেখার সময় আমাদের অফিসের উত্তরে অবস্থিত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের তাকাফুল প্রকল্প অফিস থেকে অজ্ঞাতনামা ৬-৭ জন এসে বলেন, ‘এটা ইসলামী ইন্স্যুরেন্স টাওয়ার, এখানে বঙ্গবন্ধুর ছবি, ভাস্কর্য ও চলচ্চিত্র কার্যক্রম করা যাবে না। যদি এগুলো করেন, তবে আপনাদের জানমাল সবই হারাতে হবে’। এটি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান ফখরুলের হুকুম।এজাহারে আরও বলা হয়, ভবনের বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন করায় আমরা কাজকর্ম বন্ধ করে বাসায় চলে যাই। পরদিন ৯ ফেব্রুয়ারি সকালে অফিসে ঢুকে দেখি বঙ্গবন্ধুর ছবি ভাঙা অবস্থায়, তর্জনী ভাস্কর্য মেঝেতে পড়ে আছে। এক কোটি ২৫ লাখ টাকা দামের ‘মাইক’ চলচ্চিত্রের সর্বশেষ এডিটেড ফুটেজের পোর্টেবল হার্ডডিস্ক নেই এবং অফিসের অন্যান্য জিনিসপত্র ভাঙা। বিবার্তার সম্পাদকের কক্ষের টেবিলের ড্রয়ারের তালা ভেঙে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও অফিস ভাড়ার জন্য উত্তোলন করে রাখা নগদ ৫ লাখ ৩৫ হাজার টাকা এবং টেবিলের ওপর রাখা ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের অ্যাপল ব্র্যান্ডের আইপড চুরি করে নিয়ে যায়।