সরস্বতী পুজোর জন্য, সরস্বতী প্রতিমা তৈরী ও ডাকের গয়না তৈরীতে ব্যস্ত কুমারটুলির শিল্পীরা
রিপোর্টার ,কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়..।।
আর মাত্র মাঝে তিনটে দিন বাকী, তারপর মেতে উঠবে স্কুল থেকে শুরু করে ক্লাব কর্তৃপক্ষরা এবং তার সাথে সাথে বাড়ির অভিভাবকেরা, চতুর্দিকে সাজ সাজ রব বাণী বন্দনার, সকাল থেকেই ছেলে মেয়েরা নতুন জামা কাপড় পড়ে বেরিয়ে পড়বে সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এবং বন্ধুবান্ধবদের নিয়ে হৈ-হুল্লোড় করার জন্য, তাই আজ থেকেই শুরু হয়ে গেছে কুমোরটুলি পাড়ায় সকলের আনাগোনা, কেউ অসছেন প্রতিমা পছন্দ করে বায়না দিতে, আবার কেউ আসছেন সরস্বতী মাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কেউ মাকে কিনে নিয়ে যাচ্ছেন ট্যাক্সিতে চাপিয়ে কেউ বা মোটরসাইকেলে কেউবা ভ্যানে করে, এদিকে কুমারটুলি পাড়ার শিল্পীরা ব্যস্ত কথা বলার সময় নাই, এই দুই দিনের মধ্যে সমস্ত প্রতিমার কাজ শেষ করতে হবে,
কারণ স্কুল থেকে ক্লাব সবাই প্রতিমা নিয়ে যাওয়ার জন্য চলে আসবে অন্যদিকে দেখা গেল ঠিক একই ভাবে ডাকের গয়নার শিল্পী রাও ব্যস্ত হয়ে পড়েছে, বিভিন্ন রকমের ডাকের গয়না তৈরি কাজ শেষ করতে, আবার কোথাও ঋষি মনীষীদের মডেল তৈরি করছেন, আমাদের ক্যামেরায় ধরা পরল, আগামীকাল ২৩ শে জানুয়ারী, নেতাজির জন্মদিন তাই কুমারটুলি পাড়ায় নেতাজী মডেল তৈরি করতে, দুটি বছর কন্যার পরে বার সবাই পুজোয় মেতে উঠেছে শিল্পীরাও জানালেন আমরা এবারে ভালো অর্ডার পেয়েছি।
শুধু তাই নয়, এবারে প্রতিমার মূর্তি বিভিন্ন রকমের অর্ডার পেয়েছি। কেউ কেউ সাবেকিয়া না কে তুলে ধরে প্রতিমা অর্ডার দিয়েছেন। আবার কেউ কেউ এখনকার থিম পুজোকে তুলে ধরে অর্ডার দিয়েছেন, তাই আমাদের এবার এ বাড়ি বিভিন্ন রকমের প্রতিমা গড়তে হয়েছে কারণ দুটি বছর পর সবাই আনন্দ করবে তাই তারা যেভাবে ও প্রতিমা অর্ডার দিচ্ছেন আমরা তাদেরকে করে দেওয়ার চেষ্টা করছি। , ঠিক একইভাবে দেখা গেল বিদিয়া পাড়ায় যেখানে পুজো আসলেই সোলার থিম তৈরি করা হয়। বিভিন্ন মডেলের যারা প্যান্ডেলের সৌন্দর্য বাড়ায় হাতের কাজের মধ্য দিয়ে আমাদের ক্যামেরায় ধরা পরল সেই রকমই কয়েকটি চিত্র। কিন্তু একটাই লক্ষ্য করা গেল, এবং সবার মুখে একটি কথা আর মাত্র হাতে দুটো দিন আমাদের কথা বলার সময় নাই সমস্ত কাজ শেষ করতে হবে। সোমবার থেকে আমাদেরকে ডেলিভারী দিতে হবে।...
ক্রেতাদের কাছেও একটু শোনা গেল, আমরা এবারে খুব আনন্দ করবো। সবাইকে নিয়ে হই হুল্লোড় করব। তাই আগে থেকেই আমরা প্রতিমা নিতে এসেছি। প্রতিমাকে আগে থেকে নিয়ে গিয়ে আমরা প্যান্ডেলের কাজ শুরু করব, কিন্তু জিনিসের দাম দিনের পর দিন বেড়ে যাওয়ায় , প্রতিমা শিল্পীরা জানালেন এবারে প্রতিমার দাম অনেকটাই আমাদেরকে বাড়াতে হয়েছে। তবে মিনিমাম আমাদের এখানে ১৫০০ টাকা থেকে শুরু ২৫ হাজার টাকা পর্যন্ত প্রতিমার দাম রাখা হয়েছে। অর্ডারের উপর।