মানিকগঞ্জে সরিষা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে জাহিদ হাসান (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় নিহতের বড় ভাই জাকির হোসেন গুরুতর আহত অবস্থায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার তিল্লী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ ওই গ্রামের সাহাজ উদ্দিনের ছেলে। তিনি অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে সরিষা ক্ষেতে জাহিদ ও তার বড় ভাই জাকির কাজ করছিলেন। সন্ধ্যার দিকে হঠাৎ করে গুড়ি গুড়ি বৃষ্টির সময় বজ্রপাত পড়ে ঘটনাস্থলেই মারা যান জাহিদ। এসময় জাকিরকে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম বলেন, সরিষা ক্ষেতে কাজ করার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান জাহিদ হাসান।