আজ ২৫ শে ডিসেম্বর শনিবার ঠিক সন্ধে ছটায় একাডেমি অফ ফাইন আর্টসএর সেন্ট্রাল সাউথ গ্যালারিতে,,
এক ঝাঁক অতিথির উপস্থিতিতে সর্বভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদের প্রদশনীর সমাপ্তি অনুষ্ঠান,,
উপস্থিত ছিলেন সিরিয়াল জগতের অভিনেত্রী, যাকে সবাই পিসিমা বলে চিনেন মিতা চট্টোপাধ্যায়। সংস্থার সেক্রেটারী কাজল সেনগুপ্ত ,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ডক্টর শান্তনু সেনগুপ্ত সহ অন্যান্যরা।। প্রায় ১৩০ জন চিত্রশিল্পী এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন,
এবং প্রত্যেকের একটি করে ছবি প্রদর্শীত হয় এই প্রদর্শনীতে, ১৯ শে নভেম্বর ঠিক সন্ধে ছটায় শুভ সূচনা হয় একাডেমি অফ ফাইন আর্টসের সেন্ট্রাল সাউথ গ্যালারিতে,, চলে ২৫ শে নভেম্বর পর্যন্ত আজ তারই সমাপ্তী।
স্বনামধন্য শিল্পীদের হাত ধরে এই প্রদর্শনীর শুভ সূচনা হয় ,,উপস্থিত ছিলেন সুব্রত গঙ্গোপাধ্যায়, সমীর আইচ, মনোজ সরকার, গভমেন্ট কলেজের প্রফেসর।। আজ সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের স্মারক, পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করেন,,
এছাড়াও সফল অতিথীদের হাত দিয়ে, যে সকল শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন এবং তাদের চিত্র প্রদর্শনীতে প্রদশীত হয়েছিল,, তাদেরকেও সম্মানিত করেন স্মারক ও সার্টিফিকেট দিয়ে। সংস্থার কর্ণধার ড,: সান্তনু সেন বলেন,
আমরা গর্বিত, যে আমাদের বেশ কয়েকটি ছবি মানুষের মন জয় করেছে এবং তারা সেই ছবিগুলি সংগ্রহ করেছেন,, আমি আমাদের সংস্থার তরফ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।,
এবং যে সকল ছাত্র-ছাত্রীরা এই প্রদশনীতে অংশগ্রহণ করেছেন, আমাদের তরফ থেকে তাদের কেউ কৃতজ্ঞতা জানাই, এইভাবে সহযোগিতা করার জন্য ,আগামী দিনে যদি সবাই এইভাবে যুক্ত হয়ে এগিয়ে আসে, আমরা আরো অনেক কিছু করতে পারবো এটাই আমাদের আশা।
আর মাত্র একটি বছর বাদে আমাদের সংস্থার 50 তম বর্ষ, তাই আমাদের পরিকল্পনা রয়েছে ৫০ তম বর্ষে সবাইকে নিয়ে কিছু করার।।আর দর্শকদের উদ্দেশ্যে বলবো আপনাদের সহযোগিতায় আমাদের এগিয়ে চলার পথ, আপনারা আমাদের পাশে থাকেন বলেই আমরা বিভিন্ন ছবি প্রদর্শীত করতে পারি বিভিন্ন প্রেক্ষা গৃহে।