শ্রী জগন্নাথ সেবা সমিতি এবং কালিকা মন্ডল আয়োজিত,,,, শ্রীমদ্ভাগবত কথামৃত এবং ভবিষ্য মালিকা সভা,,,,,। আজ ২৬ শে নভেম্বর রবিবার। ঠিক সন্ধে ছটায়, শ্রী জগন্নাথ সেবা সমিতি এবং কালিকা মন্ডল আয়োজিত , জগন্নাথ টেম্পল খিদিরপুরে, অগণিত ভক্তদের উপস্থিতিতে,, শ্রীমদ্ভাগবত কথামৃত এবং ভবিষ্য মালিকা সভা আয়োজিত হয়, ,,
এই সভার মূল বিষয়, কলিযুগ সমাপ্ত এবং সত্যযুগ শুরু, এই সভায় উপস্থিত ছিলেন,, পরম পূজনীয় পন্ডিত শ্রী কাশীনাথ মিশ্র মহাশয়। তিনি তার জ্ঞ্যানে বিদ্যায় শিষ্যদের মুগ্ধ করলেন বিভিন্নভাবে ভগবত পাঠ করে এবং জ্ঞানের আলো দেয়ার চেষ্টা করলেন।।
শুধু তাই নয় মাঝে মাঝেই জগন্নাথ দেবের জয়ধ্বনি দেন এবং তার সাথে সাথে শিশুরাও মেতে ওঠে সেই জয়ধ্বনিতে। উপস্থিত পন্ডিত শ্রী কাশীনাথ মিশ্র মহাশয় কে জগন্নাথ সেবা ট্রাস্টের পক্ষ থেকে সম্বর্ধনা জানান এবং একটি স্মারক তুলে দেন। এই অনুষ্ঠান শুরু হয় ২০ শে নভেম্বর সোমবার , এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজো শুরু হয়,
যেমন প্রভাত ফেরী ,শঙ্খনাথ ,ত্রিসন্ধ্যা ,জগন্নাথ পুজো প্রভৃতি ২৬ শে নভেম্বর রবিবার সন্ধ্যা ছটা ছটা থেকে ভক্তদের উপস্থিতিতে বিভিন্ন রকম ভগবত পাঠ করা হয়। কলিযুগকে নিয়ে। এবং ৬০০ বছর পূর্বে লিখিত ভবিষ্য মালিকার মহত্ব সম্পর্কে বিচার করেন এবং শাস্ত্রের উপর চর্চা করেন,,,
তিনি আরো বলেন কলি যুগ সমাপ্তির কারণ, মনুষ্যকৃত পাপ, মহাপুরুষ অচ্যুতানন্দ দাশ লিখেছিলেন কলিযুগের পাঁচ হাজার বছর ভোগ হবে ,কোন কোন পাপ কর্মের কারণে,, কলিযুগের আয়ু কত বছর ভোগ হবে তার বর্ণনায়,
একটি পুস্তিকার মধ্যে লিখেছেন। যেমন মিথ্যে কথা বলা, বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করা, মাতা তুলসীর পূজো না করা, অতিথি সেবা না করা, মহা বিষ্ণুর পূজো না করা,, গোহত্যা করা ইত্যাদি জগন্নাথ সেবা সমিতির সকলের উদ্যোগে ই এই অনুষ্ঠানের আয়োজন।। এর সাথে সাথে আরো বলেন, আমরা আরও ধ্বংসের পথে এগোচ্ছি, আগামী দিনে প্রলয় ঘটবে , এমনকি বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হয়ে পড়বে,