রাজধানীর মোহাম্মদপুর থানার অদূরে আহমাদ ওয়াদুদ নামে এক সাংবাদিককে চাপাতি দিয়ে আঘাত করে মোবাইল ফোন-মানিব্যাগ ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়।
শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এরা হলেন- ইউসুফ (২৬), সিয়াম (২৩) ও জহুরুল (২২)। তাদের কাছ থেকে ওয়াদুদের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার হয়েছেন জানিয়ে ওয়াদুদ রাত সাড়ে ৩টার দিকে তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্টে পুরো ঘটনা তুলে ধরেন। তার ভাষ্যে, তিনি তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে ছিনতাইয়ের ঘটনা জানালেও সহযোগিতা পাননি। উপরন্তু ওসি তাকে বলেছেন, এত দামি মোবাইল নিয়ে ঘুরলে তো ছিনতাই হবেই। ’
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান জানান, তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
যদিও পরে এ নিয়ে যোগাযোগ করা হলে ওসি আলী ইফতেখার হাসান বিষয়টি নাকচ করেন। তিনি বলেন, ‘এ কথা আমি বলতে যাব কোন দুঃখে? তিনি (ওয়াদুদ) লিখেছেন তার মতো করে। ’
ছিনতাইয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর থানার দুই পুলিশ সদস্যকে ক্লোজড (প্রত্যাহার) করা হয়। একইসঙ্গে ছিনতাইকারীদের ধরতে তৎপর হয় মোহাম্মদপুর থানা পুলিশ।