নগর সংবাদ।। বরগুনায় সাংবাদিক মুশফিক আরিফের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় মেহেদী হাসান তুফান এবং জিএম বাপ্পীসহ (২৭) অজ্ঞাত ১৫/২০ জনের নামে মামলা করা হয়েছে।
শনিবার (১৩ নভেম্বর) দুপুরে বরগুনার কদমতলা থেকে ৩ নম্বর আসামি বাপ্পীকে গ্রেফতার করেছে পুলিশ।
হামলার শিকার সাংবাদিক আরিফ জানান, ওই দিন সকাল থেকেই নৌকার প্রার্থীর পক্ষ থেকে বিভিন্ন কেন্দ্র দখলের পায়তারার খবর পেয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করতে থাকি। পরিরখাল কেন্দ্রে যাওয়ার পথে ডিএন কলেজের সামলে গেলে নৌকার প্রার্থী নাজমুল ইসলাম নাসির নিজের দলবল নিয়ে আমার ওপর হামলা করে এবং গাড়ি ভাঙচুর করে।
এ ঘটনায় বরগুনা থানায় নাজমুল ইসলাম নাসিরকে ১ নম্বর আসামি, মেহেদী হাসান তুফান এবং জিএম বাপ্পীসহ অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম তারিকুল ইসলাম জানান, হামলা এবং গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। একজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।