চট্টগ্রামে দুই টেলিভিশন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় আসামিদের গ্রেপ্তারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান।
তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় দীর্ঘদিন ধরে কিছু অপরাধীচক্র নিরাপদ আশ্রয় তৈরি করেছে, যার কারণে ওই অঞ্চলে অপরাধের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
এ সময় সিটিআরএন-এর পক্ষ থেকে র্যাব-৭ অধিনায়ককে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক একে আজাদ, নির্বাহী সদস্য আরিচ আহমদ শাহ এবং সৈয়দ তাম্মিম মাহমুদ।
উল্লেখ্য, গত ৫ অক্টোবর সীতাকুণ্ডের ছিন্নমূল এলাকায় সংঘর্ষের ঘটনার ফলোআপ করতে গিয়ে হামলার শিকার হন এখন টিভির ব্যুরো প্রধান ও সিটিআরএন এর আহ্বায়ক হোসাইন জিয়াদ এবং চিত্র সাংবাদিক মো. পারভেজ। এ ঘটনায় হোসাইন জিয়াদ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন।