প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৪:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২২, ৭:৩১ পূর্বাহ্ণ
সাংবাদিক কে পেটালেন মেয়রের ভাই-(JSS) এর তীর্ব নিন্দা
সাংবাদিক কে পেটালেন পৌর মেয়রের ভাই-(JSS) এর তীর্ব নিন্দাঃ
মোঃআবু তালেন নিজস্ব সংবাদদাতাঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় মুজাহিদুল ইসলাম নাঈম (৩০) নামে এক সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করেছেন আলফাডাঙ্গা পৌরসভার মেয়র সাইফুর রহমান সাইফারের ভাই জাপান ও তার অনুসারীরা। সোমবার (১ আগস্ট) দুপুর দেড়টার দিকে আলফাডাঙ্গা উপজেলা সদর বাসস্ট্যান্ডের ‘রাজধানী পরিবহনের’ কাউন্টারে এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী মুজাহিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত মুজাহিদুল ইসলাম নাঈম উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রামের বাসিন্দা আবু বক্কর হোসাইনের ছেলে। তিনি ঢাকা টাইমস পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। এমন ঘটনার তীর্ব নিন্দা জানিয়ে তদন্তপূর্বক অপরাধীকে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে আহব্বান জানান জাগ্রত সাংবাদিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মোঃআবু তালেব,সভাপতি মোঃসিরাজুল ইসলাম,সহ-সভাপতি মোঃতরিকুল ইসলাম, কেন্দ্রীয় মহাসচিব এস ডি সুমন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দগন।।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.