দৈনিক অগ্রবাণীর নির্বাহী সম্পাদক মো. রাশিদ চৌধুরীকে হত্যা চেষ্টা করার ঘটনায় মামলা হয়েছে। রবিবার (১৫ মে) রাতে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন রাশিদের পিতা হারুন অর রশিদ চৌধুরী স্বপন। সোমবার (১৬ মে) মামলা রুজু হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার তদন্ত কর্মকর্তা ওসি (অপারেশন) তারিকুল ইসলাম।
এ মামলায় বিবাদী করা হয়েছে, নন্দিপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে শান্ত (২২), মাসদাইর এলাকার বুইটা মাসুদ (২৮), নন্দিপাড়া এলাকার সুজন (২৪) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন। এরআগে গত ১৩ মে রাত সাড়ে ৮ টায় কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছিল নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এবং দৈনিক অগ্রবানি পত্রিকার নির্বাহী সম্পাদক মো.রাশিদ চৌধুরী।
অভিযোগে উল্লেখ রয়েছে, আমার ছেলে মো. রাশিদ চৌধুরী (৩৩) আমার সম্পাদনায় প্রকাশিত দৈনিক অগ্রবানী পত্রিকার নির্বাহী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছে। গত ১২ মে অগ্রবানী পত্রিকায় কিশোর গ্যাং নিয়া একটি সংবাদ প্রকাশিত হয়। এর পূর্বেও পত্রিকাটিতে বোয়ালিয়া খাল এলাকায় কিশোর গ্যাং, ছিনতাই ও মাদক নিয়া সংবাদ প্রকাশিত হযয়েছিল। এরই জের ধরে গত ১৩ মে রাত সাড়ে ৮ টায় আমার ছেলে রাশিদ চৌধুরী দেওভোগ আমার পুরান বাড়ি হইতে বর্তমান ঠিকানার বাসায় আসার পথিমধ্যে ফতুল্লা থানাধীন বোয়ালিয়া খাল নামক সড়কে পৌঁছালে উল্লেখিত বিবাদীগণ সহ অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী হাতে ধরালো রামদা, ছোরা, চাকু লোহার রড ইত্যাদি দেশীয় অস্ত্র সঙ্গে হইয়া আমার ছেলের পথরোধ করে অতর্কিতভাবে আক্রমন করে। এক পর্যায়ে ১ বিবাদীর হাতে থাকা রামদা দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার ছেলেকে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। আমার ছেলে কোপ খাইয়া মাটিতে লুটাইয়া পরিলে ২নং বিবাদীর হাতে থাকা ছোরা দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার ছেলের পেটের ডান পাশে পোচ মারিয়া গুরুতর রক্তাক্ত কাটা জখম করে। অন্য বিবাদীর হাতে থাকা চাকু দ্বারা হত্যার উদ্দেশ্যে আমার ছেলের বুকে ঘাই মারলে আমার ছেলে ডান হাত দিয়া ফিরালে ওই চাকুর আঘাত আমার ছেলের ডান হাতের পেশিতে লাগলে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। অজ্ঞাতনামা বিবাদীরা আমার ছেলেকে এলোপাথারী পিটাইয়া পিটে সহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেছে। তাছাড়া অনুরূপ সংবাদ প্রকাশ করিলে আমার ছেলেকে জীবনে শেষ করে ফেলবে হুমকি দিয়া চলে যায়।
আরো জানা গেছে, সেদিন পুরাতন বাড়ি থেকে বর্তমান ঠিকানার বাড়িতে ফিরার সময় ভূঁইয়ারবাগ এলাকা সংলগ্ন বোয়ালিয়া খাল সড়কে আসলে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠায়। এ খবর জানতে পেয়ে রাশিদের পিতা সহ নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর সম্পাদক এবং আনন্দ টিভির নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ সিফাত লিংকন সহ তার সহকর্মী নুরুজ্জামান কাউসার, হাসান মজুমদার বাবলুসহ নিকট আত্মীয়রা কর্তব্যরত ডাক্তারের পরামর্শে রাশিদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিলে চিকিৎসকরা অবস্থা গুরুতর দেখে ভর্তি নেয়। পরে রাশিদের শরীরে কিছুটা উন্নতি হলে গত ১৫ মে দুপুরে বাসায় বিশ্রামের জন্য রিলিজ দেন। এদিকে, এ ঘটনার খবর পেয়ে রাশিদের পিতা স্বপন চৌধুরীও অসুস্থ হয়ে পড়ায় থানায় এরআগে কোন অভিযোগ দায়ের করা সম্ভব হয়নি।