প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৫, ৫:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২১, ১:৫৮ পূর্বাহ্ণ
সাংবাদিক রিয়াজের উপর সন্রাসী হামলায় ঘটনায় নিন্দা – নগর সংবাদ পরিবার
নগর সংবাদ।।সত্য সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক আলোকিত বাংলাদেশ পএিকার স্টাফ রিপোর্টার রিয়াজ হোসেনের উপর ২১শে জুন রাত ১২ঘটিকায় হত্যার চেষ্টায় হামলা চালায় ।
জানাযায়,ঢাকা থেকে বাড়ি ফেরার পথে রুপগন্জে র কান্চন পৌরসভার খাঁ পাড়া এলাকায় পূর্ব থেকে উৎপেতে থাকা সন্রাসীরা হামলা চালায়, সন্রাসীরা হত্যার চেষ্টায় সাংবাদিক রিয়াজের মাথায় ধারালো অস্র দিয়ে আঘাত করে।
স্থানীয় লোকজন তাকে কান্চন সূফী দায়েম উদ্দিন হাসপাতালে ভর্তি করেন।তার মাথায় ১৮ টি সেলাই করেন,সাংবাদিক রিয়াজের সহকর্মী ,মানব জমিনের স্টাফ রিপোর্টার জয়নাল আবেদীন জয় জানায়,গত সোমবার ঢাকা থেকে প্রাইভেট কারে বাড়ি ফিরেন দুজনে,জয় তার বাসায় নেমে গেলে ,রিয়াজ তার বাসায় কাছে পোছলে অগ্গাত সন্তাসীরা হত্যার চেস্টা করে হামলা চালায়।সংবাদ কর্মী রিয়াজ হোসেনের উপর হত্যার চেস্টায় হামলা কারী জরুরি গ্রেফতার দাবী করেন।দৈনিক নগর সংবাদ পত্রিকা ও অনলাইন, নগর সংবাদ ডটকম পরিবার
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.