বুধবার ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৪:৪৪
শিরোনামঃ
শেখ হাসিনাসহ ২৬২ জনকে আদালতে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ।। নারায়ণগঞ্জ কাইকার ব্রিজের ঝোপ থেকে বস্তাবন্দি যুবতীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খুলনায় ফিল্ম স্টাইলে দুর্বৃত্তের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ ২ যুবক সুবর্ণচরে অবৈধ সম্পর্কের দায়ে মাদ্রাসা সুপারসহ নারীকে আদালতে প্রেরণ  চৌহালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন দশ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের সদস্যকে আটক খাদ্য শুধু ক্যালরির ব্যাপার নয়, এটি মর্যাদার, ন্যায়ের- প্রধান উপদেষ্টা শ্রীমন্ত শঙ্করদেব এর ৫৭৭ তম জন্মদিন উদযাপিত হল এবং জুবিন গর্গকে শ্রদ্ধা জানান নাটোরে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫” উদ্বোধন ফতুল্লায় দম্পতির ঝগড়া থামাতে গিয়ে যুবকের মৃত্যু

সাংবাদিক সবুজকে অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ এবং কার্যকরী পরিষদের সিদ্ধান্তের প্রতি অসম্মান ও জাল জালিয়াতির অভিযোগ-৭দিনের মধ্যে কারণ দর্শানোর চুড়ান্ত নোটিশ দিয়েছে প্রেসক্লাব

nagarsangbad24
  • প্রকাশিত: সেপ্টেম্বর, ৯, ২০২২, ১:৫৪ পূর্বাহ্ণ
  • ২১৬ ০৯ বার দেখা হয়েছে

সাংবাদিক সবুজকে অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ এবং কার্যকরী পরিষদের সিদ্ধান্তের প্রতি অসম্মান ও জাল জালিয়াতির অভিযোগ-৭দিনের মধ্যে কারণ দর্শানোর চুড়ান্ত নোটিশ দিয়েছে  প্রেসক্লাবের কার্যকরী পরিষদ।

প্রেসক্লাবের সূত্রমতে, ৭ সেপ্টেম্বর প্রেস ক্লাবের পিওন নুরুদ্দিন মুন্সি রাত সাড়ে ৮টায় সবুজের অফিসে যায় নোটিশ বিলি করতে। সে সময়ে তিনি তার অফিসে উপস্থিত ছিলেন না। ফলে তাকে না পেয়ে ফেরত আসে পিওন নুরুদ্দিন মুন্সি।

পরে রাত সাড়ে ৯টায় ক্লাব পিওন নুরুদ্দিনকে ফোন দিয়ে চিঠিটি নিয়ে সবুজ তার অফিসে যাবার জন্য বলেন। পিওন নুরুদ্দিন চিঠি নিয়ে গেলে তার হাত থেকে সবুজ চিঠিটি নেন। এবং মুখবন্ধ চিঠিটি খুলে পড়েন এবং ছবি তুলেন। ছবি তুলে পুনরায় চিঠিটি খামে ভরে মুখ বন্ধ করেন। এরপর তিনি পিওন নুরুদ্দিনকে চিঠি রাখবেন না বলে ফিরিয়ে দেন। বিষয়টি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের পিওন নুরুদ্দিন পিওন বুকে চিঠি খুলে পড়া এবং চিঠির ছবি তোলা ও ফিরিয়ে দেবার বিষয়টি লিপিবদ্ধ করে কার্যকরী পরিষদের কাছে পিওন বুক ফিরিয়ে দেন।

ইতোপূর্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে আদালত সবুজকে অপসারন ও কারণ দশার্নোর  বিয়য়টি রায়ে উল্লেখ করেন। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের বিরুদ্ধে দায়ের করা মামলার ২টি আদেশ সবুজের বিরুদ্ধে যায়। সুবজের মামলা আদালত খারিজ করে দেবার পর কার্যকরী পরিষদ পূনরায় স্থায়ী সদস্য শরীফ উদ্দিন সবুজকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর চুড়ান্ত নোটিশ প্রদান করেন। যাতে অভিযোগ তোলা হয়েছে, সাধারণ সম্পাদক থাকা কালীন সময়ে অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ এবং কার্যকরী পরিষদের সিদ্ধান্তের প্রতি অসম্মান ও জাল জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এই একই অভিযোগে তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারন করা হয়। সবুজকে দেয়া চুড়ান্ত নোটিশটি হুবহু তুলে ধরা হলো :

গত ৩০ জুন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যকরী পরিষদের সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী আপনি শরীফ উদ্দিন সবুজকে ক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারন করা হয়। একই সঙ্গে অনিয়ম, শৃঙ্খলা ভঙ্গ এবং কার্যকরী পরিষদের সিদ্ধান্তের প্রতি অসম্মান ও জালজালিয়াতির অভিযোগ প্রমানিত হয়। এহেন কর্মকান্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে গঠনতন্ত্র মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে ৭দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেয়া হয়। গত ০২/০৭/২০২২ তারিখে এ সম্পর্কিত কারণ দর্শানোর নোটিশ ক্লাবের পিয়ন নূরু উদ্দিন মুন্সির মাধ্যমে প্রেরণ করা হয়। কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে উক্ত শোকজ নোটিশটি গ্রহণ করেন নি। পরবর্তীতে গত ৩০/০৮/২০২২ তারিখে কন্টিনেন্টাল কুরিয়ার এবং ০১/০৯/২০২২ তারিখে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ করা হলেও তাও আপনি গ্রহণ করেন নি।

এ বিষয়ে কার্যকরী পরিষদের গত ৩০ আগষ্ট ২০২২ অনুষ্ঠিত সভায় আলোচনার পর সর্বসম্মতক্রমে আপনাকে কারণ দর্শানোর সর্বশেষ চূড়ান্ত নোটিশ প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এই চূড়ান্ত নোটিশ আপনি কিংবা আপনার পরিবারের কোন সদস্য গ্রহণ না করলে আপনাকে আত্মপক্ষ সমর্থনের আর কোন সুযোগ না দেবার সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা মনে করি, আপনি কারণ দর্শানোর নোটিশ ইচ্ছাকৃতভাবে গ্রহণ না করে অতীতের ন্যয় কার্যকরী পরিষদের প্রতি অসম্মান প্রদর্শন করছেন। এমতাবস্থায় কার্যকরী পরিষদের পরবর্তী সভায় ক্লাবের গঠনতন্ত্র মোতাবেক আপনার বিরুদ্ধে চূড়ান্তভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আশা করি আত্মপক্ষ সমর্থনের সর্বশেষ সুযোগটি আপনি হাতছাড়া করবেন না। ইতোমধ্যে প্রেস ক্লাবের বিরুদ্ধে আপনার দায়ের করা মামলায় আদালত আপনার বিরুদ্ধে ২টি রায় প্রদান করেছেন। এ মামলা পরিচালনায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।  অতএব এই মর্মে আগামী ৭ (সাত) কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হলো।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell