প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৩:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৫, ৩:১৮ পূর্বাহ্ণ
সাইবার অপরাধ রুখতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, একাধিক সচেতনতা শিবির গড়লেন
সাইবার অপরাধ রুখতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট, একাধিক সচেতনতা শিবির গড়লেন।
""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম "" কলকাতা বু্রো,,
১৪ই জানুয়ারি মঙ্গলবার, সারাদেশে জ্বলন্ত সমস্যা সবার ক্রাইম, এই সাইবার ক্রাইম অপরাধ রুকতেই ব্যারাকপুর কমিশনারেট একাধিক সচেতনতা শিবিরের আয়োজন করেন।
ব্যারাকপুর সাইবার থানার উপস্থিতিতে, নিয়মিতভাবে এই শিবিরের আয়োজন করেন স্থানীয় থানাগুলি, স্থানীয় থানা গুলিতে সাধারণ মানুষের সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ জানানোর পদ্ধতি সুগম করতে,
কমিশনারেট প্রত্যেকটি থানায় একটি করে সাইবার বন্ধু কিয়স্ক চালু করেছেন , পাশাপাশি ই প্রহরী আজ মানুষের কাছে বহুল প্রচলিত একটি পরিষেবা। সাইবার অপরাধে প্রতারিত মানুষের পাশে দাঁড়াতে ও আরো উন্নয়নের পরিষেবা প্রদান করার জন্য ,
মাননীয় নগর পাল শ্রী অলোক রাজোরিয়া আইপিএস আজ জগদ্দল থানায় উদ্বোধন করলেন নতুন রূপে সাইবার বন্দু কক্ষের। একটি সাংবাদিক সম্মেলন করে তিনি জানালেন, সাইবার অপরাধ নিয়ে জনসচেতনতার পাশাপাশি, আগামী দিনে আরো উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে আজকের এই প্রচেষ্টা।
যাহাতে কিছুটা সাইবার অপরাধ রোধ করা যায়। এবং সাধারণ মানুষকে সচেতন করা যায়। কারীর তরফ থেকে বিভিন্নভাবে প্রচার চালানো সাধারণ মানুষ এখন সচেতন নয়, বারবার অপরাধের ফাঁদে দিচ্ছেন, নিজেদের সর্বস্ব খোয়াচ্ছেন।
""সম্পা দাস,সম্পাদক, নগর টিভি, দৈনিক নগর সংবাদ, নগর সংবাদ ২৪ ডটকম """ কলকাতা বু্রো
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.