নগর সংবাদ।।অস্ট্রেলিয়াকে ৪-১ ’এ সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এটা সবার জানা। বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন। ব্যাটিংটা প্রত্যাশিত মানে পৌঁছেনি। বাংলাদেশের ওপেনাররা একদমই ভাল খেলেননি। সেগুলো খালি চোখেই দেখা গেছে। আসলে কেমন ছিল টিম বাংলাদেশের পারফরমেন্স?
এ সিরিজ সেরা সাকিব আল হাসান মনে করেন, ‘বোলিংটা খুব ভাল হয়েছে। বোলাররা ধারাবাহিকতা বজায় রেখেই বোলিং করেছেন।’ তার আশা সামগ্রিকভাবে বোলিংটা ভাল হয়েছে। বিশ্বকাপ পর্যন্ত এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অবশ্যই ভাল কিছু করা সম্ভব।
পাশাপাশি অসন্তুষ্টিও আছে। সাকিবের ধারণা, ‘হয়তো প্রতি ম্যাচেই আমরা ১০-১৫ রান করে বেশি করতে পারতাম। উইকেট এতটাই কঠিন ছিল যে, তা নতুন ব্যাটসম্যানের জন্য খুবই কঠিন ছিল।’
সাকিব মনে করেন. জিম্বাবুয়ের সাথে জয়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে বড় জয়ও তাদের আত্মবিশ্বাস বাড়ানোর বড় টনিক হতে পারে।
লো স্কোরিং গেমের প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘স্কোরকার্ড দেখে হয়তো অতটা আত্মবিশ্বাসী মনে নাও হতে পারে। তবে জিম্বাবুয়ে সিরিজ জয়, এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, এরপর নিউজিল্যান্ডের সঙ্গে আছে, এসব আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে বিশ্বকাপের দিকে এগিয়ে চলার পথে। আমার মনে হয় ভালো প্রস্তুতিই হবে।’
‘মন্থর, নিচু বাউন্স ও টার্নিং উইকেটে খেলেছি আমরা’- এমন অকপট স্বীকারোক্তির পরও সাকিবের অনুভব দলের জন্য জয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ‘এই আত্মবিশ্বাসটা থাকলে দলের ভেতর মোরাল অনেক ভালো থাকে এবং জেতার যে মানসিকতা, তা তৈরি হয়।’
সাকিব স্বীকার করেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তার বাড়তি মোটিভেশন ছিল। কেন? তার ব্যাখ্যাও আছে। তার ভাষায়, ‘যখন বড় বড় দলগুলির সঙ্গে খেলা হয়, যারা নরম্যালি আমাদের দেশে সফরে আসে না নিয়মিত, তখন বাড়তি মোটিভেশন থাকে। তাদের সঙ্গে খেলা হলে একটু বাড়তি মোটিভেশন নিয়েই খেলতে নামি। যেহেতু আমাদের জিম্বাবুয়েতে একটা ভাল সিরিজ গেছে এবং সবাই খুব মোটিভেটেড ছিল যে এই সিরিজটাও আমাদের ভালো করতে হবে, যেহেতু আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে কখনও সিরিজ জিতিনি এবং এটা একটা সুযোগ ছিল, তাই আমরা সবাই চেয়েছিলাম যেন দলগতভাবে ভালো করতে পারি। সেটাই হয়েছে।’
আগের ম্যাচে এক ওভারে ৫ ছক্কা হজম এবং ৪ ওভারে ৫০ রান দিয়ে ফেলা। কেমন প্রতিক্রিয়া হয়েছে? সাকিব বলেন, ‘অবশ্যই আমি মানুষ (হাসি)। এফেক্টেড অনেকেই হয়, অনেকে হয় না, আমি হয়তো নিজেকে ওইভাবে তৈরি করে নিতে পেরেছি। আমার সারাউন্ডিংস এমনই যেখানে আমাকে এফেক্ট করার সম্ভাবনা (শঙ্কা) কম থাকে। সেদিন থেকে আমি অনেক লাকি।’