সোমবার ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২০
শিরোনামঃ
বরিশালে ২০০ বছর ধরে উপমহাদেশের সবচেয়ে বড় শ্মশান দীপাবলি উৎসব উদযাপিত হচ্ছে। বাংলাদেশের শিক্ষকদের সম্মানী, ভাতা না হলেও এই পেশায় যে শ্রদ্ধা ভক্তি মেলে অন্য কোনো পেশায় বিরল-আসলাম চৌধুরী। শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি-বিজিএমইএ’র নেতারা ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা নিহত ৮ প্রবাসীর দাফন সম্পন্ন রূপগঞ্জে মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ ফতুল্লায় প্যারোলে মুক্তি পেয়ে  শাহজাহান খান বলেন, জেলে থেকে পবিত্র কোরআন শরিফ পড়া শিখেছি নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষ,আহত-৪০  বারো ক্লাস পড়ুয়া ,নন্দিতা দাস- যোগায় বহু সম্মানে সম্মানিত। দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি। শাহজালালে অগ্নিকাণ্ডে দেশের অপূরণীয় ক্ষতি, বড় সংকটের শঙ্কা: টিআইএম-নুরুল কবির

সাকিবের ধারণা, ‘হয়তো প্রতি ম্যাচেই আমরা ১০-১৫ রান করে বেশি করতে পারতাম।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ১১, ২০২১, ১:৪৮ পূর্বাহ্ণ
  • ৫৮০ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।অস্ট্রেলিয়াকে ৪-১ ’এ সিরিজ হারিয়েছে বাংলাদেশ। এটা সবার জানা। বোলাররা দুর্দান্ত বোলিং করেছেন। ব্যাটিংটা প্রত্যাশিত মানে পৌঁছেনি। বাংলাদেশের ওপেনাররা একদমই ভাল খেলেননি। সেগুলো খালি চোখেই দেখা গেছে। আসলে কেমন ছিল টিম বাংলাদেশের পারফরমেন্স?

এ সিরিজ সেরা সাকিব আল হাসান মনে করেন, ‘বোলিংটা খুব ভাল হয়েছে। বোলাররা ধারাবাহিকতা বজায় রেখেই বোলিং করেছেন।’ তার আশা সামগ্রিকভাবে বোলিংটা ভাল হয়েছে। বিশ্বকাপ পর্যন্ত এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অবশ্যই ভাল কিছু করা সম্ভব।

পাশাপাশি অসন্তুষ্টিও আছে। সাকিবের ধারণা, ‘হয়তো প্রতি ম্যাচেই আমরা ১০-১৫ রান করে বেশি করতে পারতাম। উইকেট এতটাই কঠিন ছিল যে, তা নতুন ব্যাটসম্যানের জন্য খুবই কঠিন ছিল।’

সাকিব মনে করেন. জিম্বাবুয়ের সাথে জয়ের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার সাথে বড় জয়ও তাদের আত্মবিশ্বাস বাড়ানোর বড় টনিক হতে পারে।

লো স্কোরিং গেমের প্রসঙ্গ টেনে সাকিব বলেন, ‘স্কোরকার্ড দেখে হয়তো অতটা আত্মবিশ্বাসী মনে নাও হতে পারে। তবে জিম্বাবুয়ে সিরিজ জয়, এখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়, এরপর নিউজিল্যান্ডের সঙ্গে আছে, এসব আমাদের অনেক আত্মবিশ্বাস জোগাবে বিশ্বকাপের দিকে এগিয়ে চলার পথে। আমার মনে হয় ভালো প্রস্তুতিই হবে।’

‘মন্থর, নিচু বাউন্স ও টার্নিং উইকেটে খেলেছি আমরা’- এমন অকপট স্বীকারোক্তির পরও সাকিবের অনুভব দলের জন্য জয়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ‘এই আত্মবিশ্বাসটা থাকলে দলের ভেতর মোরাল অনেক ভালো থাকে এবং জেতার যে মানসিকতা, তা তৈরি হয়।’

সাকিব স্বীকার করেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তার বাড়তি মোটিভেশন ছিল। কেন? তার ব্যাখ্যাও আছে। তার ভাষায়, ‘যখন বড় বড় দলগুলির সঙ্গে খেলা হয়, যারা নরম্যালি আমাদের দেশে সফরে আসে না নিয়মিত, তখন বাড়তি মোটিভেশন থাকে। তাদের সঙ্গে খেলা হলে একটু বাড়তি মোটিভেশন নিয়েই খেলতে নামি। যেহেতু আমাদের জিম্বাবুয়েতে একটা ভাল সিরিজ গেছে এবং সবাই খুব মোটিভেটেড ছিল যে এই সিরিজটাও আমাদের ভালো করতে হবে, যেহেতু আমরা অস্ট্রেলিয়ার সঙ্গে কখনও সিরিজ জিতিনি এবং এটা একটা সুযোগ ছিল, তাই আমরা সবাই চেয়েছিলাম যেন দলগতভাবে ভালো করতে পারি। সেটাই হয়েছে।’

আগের ম্যাচে এক ওভারে ৫ ছক্কা হজম এবং ৪ ওভারে ৫০ রান দিয়ে ফেলা। কেমন প্রতিক্রিয়া হয়েছে? সাকিব বলেন, ‘অবশ্যই আমি মানুষ (হাসি)। এফেক্টেড অনেকেই হয়, অনেকে হয় না, আমি হয়তো নিজেকে ওইভাবে তৈরি করে নিতে পেরেছি। আমার সারাউন্ডিংস এমনই যেখানে আমাকে এফেক্ট করার সম্ভাবনা (শঙ্কা) কম থাকে। সেদিন থেকে আমি অনেক লাকি।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell