শনিবার ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫:৪৯
শিরোনামঃ
Logo নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় ৫ ইটভাটার জরিমানা, উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ Logo ট্টগ্রাম সাতকানিয়ায় রেহেনা বেগম কে মারধরের দায়ে থানায় অভিযোগ! Logo সারাদেশে হাড় কাঁপানো শীত কমবে, রবিবার জানালো আবহাওয়া অফিস। Logo সি এ এস ফটো অ্যাকাডেমী আয়োজিত, আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রদর্শনীর ২০২৫ এর শুভ সূচনা Logo গ্রাম আদালতেই গ্রাম্য সমস্যা সমাধান করে প্রশংসা কুড়িয়েছে চেয়ারম্যান–হাবিবুর রহমান Logo আশুলিয়ায় ইয়াবা দিয়ে ফাঁসিয়ে টাকা আদায়ের অভিযোগ সহকারী উপপরিদর্শকের বিরুদ্ধে Logo রাজধানীর ধানমন্ডি সীমান্ত স্কয়ার শপিং মলে শুক্রবার জুমার নামাজের সময়-ক্রাউন ডায়মন্ড অ্যান্ড জুয়েলার্সে চুরি সংগঠিত হয় Logo পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার-১৮ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে Logo সালিশ বৈঠকে ধর্ষণের ন্যায়বিচার না পেয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর আর্তহত্যা Logo দরিদ্র ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম

সাকিব আমাদের লজ্জা দিতে আসছে,অর টাকার মধ্যে থু মারি, থু

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৬, ২০২৩, ১০:৩২ অপরাহ্ণ
  • ১৩১ ০৯ বার দেখা হয়েছে

       
 
  
 

 

সাকিব আমাদের লজ্জা দিতে আসছে,অর টাকার মধ্যে থু মারি, থু

সন্ধ্যায় সাকিব নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছে। রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে। আমার ফাউন্ডেশনের মাধ্যমে আগামীকালের ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০,০০০ টাকা অনুদান প্রদান করব। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।’

রাজধানীর বঙ্গবাজারের জনপ্রিয় খুচরা ও পাইকারি কাপড়ের সাতটি মার্কেটে আগুনের ঘটনায় অন্তত এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। দোকান পুড়েছে অন্তত পাঁচ হাজার। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন সাকিব আল হাসান।

সাকিবের এই ঘোষণায় ক্ষিপ্ত হয়েছেন ক্ষতিগ্রস্তরা। বলছেন, আজকে তো আমরা রাস্তার ফকির হয়ে গেছি। গত পরশু দিন ২০ হাজার টাকা আমাদের কাছে হাতের ময়লা ছিল। সাকিবের টাকার মধ্যে থু মারি, থু।

ব্যবসায়ীরা বলেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইফতারির জন্য ২০ হাজার টাকা দেবে, ৫ পয়সা কইরাও তো কেউ পাইব না। আপনাদের মাধ্যমে বলতে চাই, অর যদি লাগে আমরা ২০ হাজার টাকা আরো দিমু, অয় ৪০ হাজার টাকা দিয়া ইফতার করুক।

তারা বলেন, এটা তো আমাদেরকে ক্রিটিসাইজ করা হইছে। এত বড় মার্কেটে যেখানে ছয় হাজার দোকান সেখানে দুইজন করি লোক ধরলেও ১২ হাজার লোক। এমন দোকান আছে পাঁচ-সাতজন। সাকিব আমাদের লজ্জা দিতে আসছে। অর টাকার মধ্যে থু মারি, থু। অয় আমাদের ভ্যাট-ট্যাক্সের টাকায় চলে, বেতন নেয়। ওর বাবার কাছ থেকে বেতন নেয় না। সে বিমানে চলে, বাড়ি-গাড়ি করছে, সে অর বাপের টাকা দিয়ে করে নাই।

নিজেদের বর্তমান অবস্থা জানিয়ে ব্যবসায়ীরা বলেন, আজকে তো আমরা রাস্তার ফকির হয়ে গেছি। গত পরশু দিন ২০ হাজার টাকা আমাদের কাছে হাতের ময়লা ছিল। একসময় আমরা মানুষকে কাপড় দিতাম, কিন্তু এখন মানুষের কাছে চাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে।

তবে সকল দেশবাসীকে এগিয়ে আসার অনুরোধ করেন সাকিব। বলেন, ‘এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্ত সকল ভাই ও বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই। এই রমজান মাসে মহান আল্লাহ তায়ালা তাঁর রহমত ও বরকতে আমাদের এই ক্ষতি পূরণ করার তৌফিক দান করুন।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell