প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ৭:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২১, ৩:৩৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় স্কুল ছাত্রী কে ধর্ষনের পর হত্যা আসামী গ্রেফতার।
নগর সংবাদ।।সাতক্ষীরায় স্কুল ছাত্রী কে ধর্ষনের পর হত্যা আসামী গ্রেফতার।
সাতক্ষীরায় স্কুলছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি গ্রেফতার | সাতক্ষীরার দেবহাটায় স্কুলছাত্রীকে (১৬) ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় করা মামলার একমাত্র আসামি পার্থ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা সীমান্ত এলাকা থেকে ভারতে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়।
দেবহাটা থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহমেদ বলেন, ‘মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে শনিবার সন্ধ্যার দিকে ভারতে পালানোর প্রস্তুতিকালে কাথন্ডা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বলেন, ‘আসামিকে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিহত ছাত্রীর বাবা শান্তি দাস বাদী হয়ে ডায়াগনস্টিক কর্মচারী পার্থ মণ্ডলকে আসামি করে দেবহাটা থানায় ধর্ষণ।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.