সাধক আরিফ দেওয়ানের -জীবন নিয়ে কিছু কথা।
সাধক বাউল আরিফ দেওয়ান বাংলাদেশের লোকসংগীত তথা বাউল-ফকিরি ঘরানার একজন জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ শিল্পী।
তিনি সহজিয়া ভাবসাধক হিসেবে পরিচিত এবং তাঁর গানে সুফি ও বাউলিয়ানার সংমিশ্রণ দেখা যায়। তাঁর সম্পর্কে কিছু তথ্য: * সংগীত জীবন: ছোটবেলা (আট বছর বয়স) থেকেই তাঁর সংগীত চর্চা শুরু হয়।
তিনি আবদুল মালেক দেওয়ান, আবদুল খালেক দেওয়ান, ওস্তাদ হাসান আলী খাঁন, ওস্তাদ ফজলুল হক এবং ওস্তাদ আমানুল্লাহ খাঁন-সহ বিভিন্ন গুরুর নিকট তালিম নেন।
* পরিচিতি: তিনি বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের বিশেষ শ্রেণীর শিল্পী ও সুরকার। প্রায় চার দশকের বেশি সময় ধরে তিনি লোকসংগীতের সাধনা করে চলেছেন।
কর্ম: গীতিকার-সুরকার হিসেবে তিনি প্রায় ৫০০ গান রচনা করেছেন এবং তাঁর ৩০টিরও বেশি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে।
* চলচ্চিত্রে অবদান: তিনি 'দুখাই' ছবিতে প্লেব্যাক গান করেছেন, যেটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার অর্জন করে। এছাড়া 'ঘানী' ছবিসহ অসংখ্য চলচ্চিত্রে গান ও সংগীত আয়োজন করেছেন। *
পুরস্কার: বিশেষ অর্জন হিসেবে তিনি আবদুল আলীম পদক, ওস্তাদ হাসান আলী খাঁন স্বর্ণ পদক-সহ দেশ-বিদেশে সরকারি ও বেসরকারি বিভিন্ন পদক লাভ করেছেন।
* দেওয়ান পরিবার:::বাংলাদেশের লোকসংগীত সাধনার ধারায় দেওয়ান পরিবার দুই শত বছরেরও বেশি সময় ধরে অবদান রেখে চলেছে, যার ধারক ও বাহক তিনি।
*দেওয়ান বাড়ীর লক্ষ লক্ষ ভক্তদের নয়নের মনি,,বাউল সাধক আরিফ দেওয়ান *
সাম্প্রতিক আলোচনা: সম্প্রতি কোক স্টুডিওতে তাঁর পরিবারের ঐতিহ্যবাহী লোকসংগীত "মা লো মা" গানটি ফিউশন আকারে প্রকাশিত হওয়ার পর তিনি বিশেষভাবে আলোচিত হন। *
গানের ধরন: তিনি ভাবসংগীত, বিচ্ছেদ গান, পালা গান-সহ বিভিন্ন ধারার লোকসংগীত পরিবেশন করেন।
সাধক বাউল আরিফ দেওয়ান সাহেবের-রচনাবলীর ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পি.এইচ.ডি. গবেষণা চলছে বলেও জানা যায়।