প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১১, ২০২৫, ৭:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২১, ১২:১২ পূর্বাহ্ণ
সাপ নিয়ে খেলা সহজ কাজ নয়-সাপের কামুড়ে সাপুড়ের মৃত্যু।
নগর সংবাদ।।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঝাউদিয়া গ্রামে সাপের ছোবলে শুকুর আলী (৫৬) নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ নভেম্বর) রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই সাপুড়ের মৃত্যু হয়।শৈলকুপা থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সন্ধ্যার দিকে বাড়ির পাশে বিষধর একটি সাপের খোঁজ পেয়ে সেটি ধরে বস্তার ভেতরে ঢুকানোর সময় শুকুর আলীর ডান হাতে ছোবল দেয়।এরপর নিজেই ভ্যান চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান শুকুর আলী। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.