প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ৪:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৭, ২০২৩, ১:৩৮ পূর্বাহ্ণ
সারাদিন ধরে বৃষ্টি হলেও , এতটুকুও কমেনি ভক্তদের ভিড়, কলকাতার ইসকনের রথযাত্রার মেলা প্রাঙ্গণ
সারাদিন ধরে বৃষ্টি হলেও , এতটুকুও কমেনি ভক্তদের ভিড়, কলকাতার ইসকনের রথযাত্রার মেলা প্রাঙ্গণ.।
রিপোর্টার ...কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
আজ ২৬ শে জুন, সোমবার,... রবিবার রাত্রি থেকে বৃষ্টি অঝোরে নামলেও এবং সোমবার সারাদিন ধরে বৃষ্টি হলেও, ভক্তদের ভিড় এতটুকুও কমতে দেখা যায়নি মেলা প্রাঙ্গণে। যত বেলা যায় এই বৃষ্টির মধ্যেও ভক্তরা ভিড় জমাতে থাকে মেলা প্রাঙ্গণের বিভিন্ন স্থানে, সাথে সাথে চলছে মেলা প্রাঙ্গণের বিভিন্ন সাংস্কৃতিক মঞ্চে নাম গানের অনুষ্ঠান, নৃত্যের অনুষ্ঠান , শুধু ভক্তবৃন্দরাই নয়, দিক দিগন্ত থেকে অফিস যাত্রীরা ভিড় জমাতে থাকে এই মেলা প্রাঙ্গণে, এমনকি ভোগের লাইনে ধৈর্য ধরে দেখা যায় , ছাতা মাথায় দিয়েও ভোগ নেওয়ার জন্য।, একদিকে সারাদিন প্রচন্ড বৃষ্টি বৃষ্টির ফলে মেলা প্রাঙ্গণের পাশে একটি জলের গাড়ির চাকা বসে যায় , ভক্তদের চেষ্টায় সেই গাড়ির জল ফেলে, গাড়ির চাকা তুলতে, শুধু তাই নয় মেলা প্রাঙ্গনে চতুর্দিকে জল জমে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়েছে। তার মধ্য দিয়েই ভক্তরা ভিড় জমিয়েছেন এবং তাদের ধনী মুখে মুখে প্রচারিত হচ্ছে, সারাদিন বর্ষার ফলে যাতে কোনরকম দুর্ঘটনা না ঘটে, তার জন্য ইলেকট্রিক সাপ্লাইয়ের লোক থেকে শুরু করে প্রশাসনের অফিসারেরা সারাক্ষণ নজরদারি রাখছেন ,যাতে কোন রকম দুর্ঘটনা না ঘটে এবং এই সুন্দর ভরে ওঠা মেলা প্রাঙ্গণ যাতে ম্লান না হয়ে যায়। এর সাথে সাথে বিভিন্ন ইসকনের সদস্যরা, পরিদর্শন করছেন সারা মেলা, যেখানে বৃষ্টির ফলে রাস্তায় কোনরকম বিপদ দেখা দিচ্ছে বা রাস্তা পিছল হচ্ছে , সাথে সাথে সেই জায়গাটা মেরামত করার চেষ্টা করছেন, যাতে দর্শনার্থীদের কোন রকম অঘটন না ঘটে , । কলকাতার ইসকনের রথযাত্রা, যে অন্যরকম আকর্ষণ এনে দেয় দর্শকদের ও ভক্তবৃন্দদের , তাহাদের কাছে জল ঝড়বৃষ্টি কোন বাধাই আটকাতে পারে না, আজ মেলা প্রাঙ্গনে সেটা দেখা গেল , সারাদিন ধরে যতই বৃষ্টি হোক ,দুর-দূরান্ত থেকে ভক্তবৃন্দরা মেলা প্রাঙ্গনে আসতে শুরু করেছে। এবং সন্ধ্যের মধ্যে মেলা প্রাঙ্গণ ভরিয়ে তুলেছেন। জগন্নাথের জয়ধ্বনিতে। রিপোর্টার ...কলকাতা থেকে শম্পা দাস ও সমরেশ রায়
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.