নোয়াখালী, মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ স্ত্রীর মৃত্যুর খবর শুনে না ফেরার দেশে স্বামীও নোয়াখালীর চাটখিলে স্ত্রী মাহমুদা খাতুনের (৬০) মৃত্যুর সংবাদ শুনে স্বামী সফি উল্যাহও (৭৬) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে চাটখিল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভীমপুর চামড়া বাড়িতে তিনি মারা যান। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার সকালে সাড়ে সাত ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত দম্পতির ছেলে ব্যবসায়ী মো. কামাল হোসেন জানান, তার মা মাহমুদা খাতুন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ঢাকা ইসলামিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টায় তিনি মারা যান। এ খবর জানানোর পর দুপুর সাড়ে ১২টার দিকে তার বাবা সফি উল্যাহও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাড়িতেই মারা যান। সন্ধ্যায় জানাজার পর দুজনকে পাশাপাশি কবরে দাফন করা চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের জানান, বিষয়টি তিনি ফেসবুক থেকে জেনেছেন। তবে এ ব্যাপারে কেউ থানায় জানায়নি।