মঙ্গলবার (২০ ডিসেম্বর) গাজীপুরের রাজবাড়ী মাঠে জেলা পর্যায়ে সাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির সমন্বয়ে এবং গাজীপুর জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় কবি, সাহিত্যিক, সাংস্কৃতিককর্মী ও গুণীজনদের উপস্থিতিতে জেলা সাহিত্যমেলায় প্রাণের উৎসবে পরিণত হয়েছে।
সাহিত্যমেলায় গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালকের প্রতিনিধি স্বকৃত নোমান।
মেলায় প্রথম দিন আলোচনা সভা, প্রবন্ধ পাঠ, লেখক কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। দ্বিতীয় দিনে থাকবে স্বরচিত কবিতা, ছড়া, ছোটগল্প, উপন্যাস ও নাটক।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ মাসুদা সিকদার, গাজীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও গাজীপুর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ এম এ বারী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালযয়ের উপসচিব মো. আসাদুজ্জামান, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, গাজীপুর ভাষা শহীদ কলেজের অধক্ষ মুকুল কুমার মল্লিক, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যাপক অসীম ভিবাকর প্রমুখ।
তৃণমূল পর্যায়ে কবি-সাহিত্যিকদের সাহিত্যকর্ম জাতীয় পর্যায়ে জনসম্মুখে তুলে ধরার লক্ষ্যে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় ৬৪ জেলায় এ সাহিত্যমেলা অনুষ্ঠিত হচ্ছে।