প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৬, ৭:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২১, ৫:২৪ পূর্বাহ্ণ
সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ারকান্দি বটতলা-২টি ষাঁড় ও ২টি গাভী ৪টি গরু পাওয়া গেছে
নগর সংবাদ নিউজ ডেস্ক।।
সিংড়া উপজেলার কলম ইউনিয়নের নাছিয়ারকান্দি বটতলা,৪টি গরু পাওয়া গেছে। ২টি ষাঁড় ও ২টি গাভী। ১টি গাভী মারা গেছে। রাতে ট্রাকে করে ৪টি গরু নিয়ে ট্রাক ভুলে কাঁচা রাস্তায় ঢুকলে গরু সহ নিয়ে যেতে পারে নাই। গরু রেখে ট্রাক নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসি ধারণা করতেছে গরু গুলো চুরি করা ছিল। কেউ যদি জানেন কার গরু তারা যোগাযোগ করতে পারেন। বর্তমানে গরুগুলো ৪নং কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান Mynul Haq Chunu ভাইয়ের হেফাজতে আছে। মোবাইল-01711304048 সকলে শেয়ার করে সম্ভব হলে আসল মালিকের কাছে তথ্য পৌছায় দিন
Copyright © 2026 নগর সংবাদ. All rights reserved.