
সিকে বিড়লা ডুয়াল চেম্বার লিডলেস পেসমেকার নিয়ে – সাংবাদিক সম্মেলন।
””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো””
৯ই অক্টোবর বৃহস্পতিবার, বিএম বিড়লা হার্ট হাসপাতাল অডিটোরিয়াম , সপ্তম তল, ৮ই অক্টোবর বুধবার ঠিক দুপুর দুটোয়, ডুয়াল চেম্বার লিডলেস পেসমেকার নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করলেন, এবং একটি নতুন বার্তা পৌঁছানোর চেষ্টা করলেন, ডাক্তার অনিল মিত্রের নেতৃত্বে এই সাংবাদিক সম্মেলন।

সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন পেসমেকার সম্বন্ধে বিভিন্ন দিক তুলে ধরলেন, তাহার উপকারিতা বিশ্লেষণ করলেন, আগে যে সকল পেসমেকার বসানো হতো , সেই সকল পেসমেকার থেকে এখন যে পেসমেকার এসেছে, তার গুণগত মান কতটা বেশি এবং সুযোগ-সুবিধা কি কি।এই পেসমেকার ১৮ থেকে ২০ বছর বা তার বেশি প্রত্যাশিত জীবনকাল সহ Aveir পেসমেকার নির্ভরযোগ্যতা এবং দীর্ঘমেয়াদী রোগীর আরামের ক্ষেত্রে নতুন মান স্থাপন করে।
এই পেসমেকারটি সম্পূর্ণ তার বিহীন।
বিশ্বের প্রথম ডুয়েল চেম্বার লিড লেস পেসমেকার Aveirt 2025 অক্টোবরে ভারতে আসে। বিট -টু- বিট সিস্টোনি এইচ অ্যাপগ্রেড যোগ্য এবং দীর্ঘ মেয়াদী। এই পেসমেকারটি একটি ক্যাপসুল এর আকার, এবং এটি এতটাই পাতলা শিরার মধ্যে অতি সহজে প্রবেশ করানো সম্ভব, এবং এটি সংক্রামণি ঝুঁকি এবং পুনরুদ্ধারের সময় উল্লেখযোগ্য ভাবে ফাঁস করে।,ডুয়াল চেম্বার লিডস পেসমি কার ইমপ্লান্টেশন সফলভাবে সম্পন্ন করে পূর্ব ভারতে মাইলফলক স্থাপন করল বি এম বিড়লা হাসপাতালে,হৃদরোগের চিকিৎসায় অগ্রণী ভূমিকা পালন করে, কলকাতার বি এম বিড়লা হার্ট হাসপাতাল ভারতের প্রথম কেন্দ্রে পরিণত হয়েছে, যেখানে সফলভাবে ডুয়াল চেম্বার লিডলেস পেসমেকার স্থাপন করা হয়েছে, এই সাফল্য বিএন বিল্লা হার্ট হাসপাতালকে আধুনিক কার্ডিয়াক রিদম ম্যানেজমেন্ট প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী স্থান দিয়েছে।

ডাক্তার অনিল মিশ্রর নেতৃত্বে হাসপাতালের কার্ডিয়লজি টিম সারা ভারতে উন্নত এবং ব্যাপক কার্ডিয়াক ক্কেয়ার সেন্টারের পথিকৃত, বিএম বি আপনাকে পূর্ব ভারতের প্রথম ডুয়াল চেম্বার লিডলেস ইনপ্ল্যান্টেশন শীর্ষক এক বিশেষ সংবাদ সম্মেলন করে সবার সামনে তুলে ধরলেন।কলকাতার প্রাণকেন্দ্রে অবস্থিত সি কে বিড়লা হাসপাতাল, এই সিকে বি এম বিড়লা হার্ট হাসপাতাল হাসপাতাল ভারতের অন্যতম প্রধান কারদিয়া কেয়ার প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। ৫৫ বছরেরও বেশি সময় ধরে স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকারবদ্ধ, এই হাসপাতাল কলকাতার প্রাণ কেন্দ্রে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদান করে থাকে, এবং রোগীদের যত্নের সাথে সেবা করে থাকেন, শুধু তাই নয় এই নতুন পেসমেকার আবিষ্কারের ফলে, রোগীদের অনেকটাই সুরাহা হবে, এবং এই পেজ মেকারে সুযোগ সুবিধা অনেক বেশি রয়েছে বলে জানান।

””সম্পা দাস,–সম্পাদক,দৈনিক নগর সংবাদ,নগর সংবাদ ২৪ ডটকম,নগর টিভি,(ভারত) কলকাতা ব্যুরো”
এ বিভাগের আরও খবর...