নগর সংবাদ।।কুড়িয়া পাওয়া এক সিগারেটের টুকরোর সূত্র ধ’রে খু’নি চক্রের পাঁচজনকে গ্রে’ফতার করেছে পু’লিশ। ফরিদপুরের সালথায় লাবলু ফকির নামে এক যুবককে হ’ত্যা করে তার ভ্যানগাড়ি ছিন’তাই করেছে তারা। আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর পু’লিশ লাইনস মি’লনায়তনে এক সংবাদ সম্মেলনে এ কথা জা’নানো হয়। এই হ’ত্যাকাণ্ডের বি’ষয়ে লিখিত বক্তব্য দেন ফরিদপুরের অতিরি’ক্ত পু’লিশ সুপার (ডিএসবি) মো. তরিকুল ইসলাম। পু’লিশ জা’নায়, সালথা উপজে’লার দক্ষিণ আট’ঘর গ্রামের মো. ওহিদ গাজী (৩২), একই গ্রামের মো. হাতেম ফকির (৩২), মো. মি’লন মীর (২৫) ও মো. সোহাগ মাতব্বর (২২) এবং পাশের বোয়ালমা’রী উপজে’লার সুগন্ধী গ্রামের মো. আজিজুল খানকে (২৬) গ্রে’ফতার করা হয়। সহকারী পু’লিশ সুপার (নগরকান্দা সার্কেল) সুমিনুর রহমান বলেন, লাবলুর লা’শের পাশেই ডার্বি সিগারেটের একটি অংশ পাওয়া যায়। সোমবার রাতে সালথা বাজারের যে দোকান থেকে ডার্বি সিগারেট কেনা হয়েছিল। পু’লিশ সেটি শনা’ক্ত করে জানতে পারে মো. ওহিদ গাজী এই সিগারেট পান করেন। পু’লিশ জা’নায়, হ’ত্যার সময় খু’নিকে প্র’তিরো’ধ করেন লাবলু। তিনি ঘু’ষ ি দেন, এতে ওহিদের দাঁত ভে'ঙে যায়। স্থা’নীয় এক পল্লিচিকি’ৎসকের কাছে তিনি চিকিৎ’সাও নেন। ওই সূত্র ধ’রে আজ ওহিদকে গ্রে’ফতার করা হয়। পরে ওহিদ পু’লিশের কাছে হ’ত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বী’কার করেন। লাবলু সালথা উপজে’লার আট’ঘর ইউনিয়নের মীরকান্দী গ্রামের হোসেন ফকিরের ছেলে। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ১০ আগস্ট সকাল সাড়ে ৮টার দিকে আট’ঘর-জয়কাইল সড়কের পাশের একটি খাদ থেকে তার লা’শ উ’দ্ধার করে পু’লিশ। ১২ আগস্ট নি’হত লাবলুর স্ত্রী হনুফা বেগম বাদী হয়ে থা’নায় একটি মাম’লা করেন।