নগর সংবাদ।।সিদ্ধিরগঞ্জে অপহরণের ১০ দিন পর শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া থেকে অপহরণের ১০ দিন পর ওয়াসিমা আক্তার (৪) নামে এক শিশুকে কুমিল্লা থেকে উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার হরিমণ্ডল গ্রাম থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
এর আগে গত ১ নভেম্বর অপহৃত শিশু ওয়াসিমার বাবা মো. শহীদুল বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা (যার নম্বর-০৩) দায়ের করেন। এরপর ৩ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া থেকে মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি শেফালী বেগমকে (৪৫) গ্রেফতার করে পুলিশ।শেফালী বেগম ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাগলা গ্রামের মৃত আবুল হোসেনের মেয়ে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও অপহরণের শিকার শিশুটির পরিবার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া এলাকার নাজু মার্কেটের সামনে থেকে গত ২৭ অক্টোবর শিশু ওয়াসিমা নিখোঁজ হয়। এরপর শিশুটিকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে তার বাবা সিদ্ধিরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে গ্রেফতার নারী শেফালী বেগমকে জিজ্ঞাসাবাদ ও তার ফোন রেকর্ড বিশ্লেষণ করে শিশুটিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার হরিমণ্ডল গ্রাম থেকে উদ্ধার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি টিম।
শিশু ওয়াসিমার বাবা মো. শহীদ বলেন, আমি কীভাবে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ দেবো সেই ভাষা হারিয়ে ফেলেছি। তারা দিনরাত খেটে আমার মেয়েকে কোলে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। যারা আমার এ শিশু মেয়েকে অপহরণ করেছে তাদের শাস্তি চাই।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মশিউর রহমান বলেন, থানায় মামলা দায়েরের পর থেকেই পুলিশ অপহৃত শিশু ওয়াসিমাকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। এরপর অভিযুক্ত নারী শেফালী বেগমকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ করে ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে কুমিল্লা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ ঘটনার পেছনে ব্যবসায়িক শত্রুতা থাকতে পারে। এ বিষয়ে বিস্তারিত তদন্তর পর জানানো যাবে।
অন্যদিকে, গ্রেফতার শেফালী ৪ নভেম্বর আদালতে পাঠানো হয় এবং আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন বলেও জানান ওসি মশিউর।