নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় তিনটি কয়েল, একটি সিরামিক ও একটি ডাইং কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩১ আগস্ট) বিকেলে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম জানান, অভিযানে ডায়মন্ডস সিরামিকস কারখানা ও আত তাকওয়া ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগ থাকায় সেগুলো বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি কর্তৃপক্ষকে না পাওয়ায় কারখানা দুটি সিলগালা করা হয়। মেসার্স শারমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রি এবং সোনালী নামের কয়েল উৎপাদনকারী কারখানার মালিককে দুই লাখ টাকা জরিমানা এবং গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়। অন্য দুটি কয়েল কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং মুচলেকা নেওয়া হয়।