প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ১০:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২২, ১২:৫৯ পূর্বাহ্ণ
সিদ্ধিরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় আমাকে নিয়ে সমাবেশের আয়োজন করলে মামলা দিয়ে ঝামেলায় ফেলে -ডা. সেলিনা হায়াৎ আইভী
সিদ্ধিরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় আমাকে নিয়ে সমাবেশের আয়োজন করলে মামলা দিয়ে ঝামেলায় ফেলে -ডা. সেলিনা হায়াৎ আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। ২০১১ সালে অনেকে চোখের ইশারায় আমাকে আশ্বস্ত করেছেন মুখে বলতে সাহস পাননি। আজ আপনারা প্রমান করেছেন আপনারা শেখ হাসিনার কর্মী। আপনারা আমাকে সুযোগ দিবেন আপনাদের পাশে থেকে কাজ করার। বুধবার (৩১ আগষ্ট) সিদ্ধিরগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় একথা বলেন তিনি। তিনি বলেন, বঙ্গবন্ধুকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। তারা জাতি হিসেবে আমাদের বেইমান করেছে।
সেদিন শুধু বঙ্গবন্ধু নয় তিনটি পরিবারের ৫৫ জনকে নির্বিচারে হত্যা করেছে। অন্তঃসত্ত্বা শেখ মনির বউকে ব্রাশ ফায়ার করে মারা হয়েছিল। এগুলো কী ভুলে যাওয়ার মত৷ আমরা কোনদিনও এই ঋন শোধ করতে পারব না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। কোথায় ছিল তখন মানবাধিকার কোথায় ছিল বিশ্ব। তখন তো মানবাধিকার নিয়ে কথা বলা হয়নি। তাহলে এখন কেন।
যখন বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। নেতায় নেতায় ঝগড়া চলুক শেখ মুজিবকে যারা ভালবাসেন তারা কখনও বিবাদে জড়াবেন না। শেখ হাসিনার নাম নৌকা যেখানে থাকবে আপনারা সেখানেই যাবেন। সেটা হোক শামীম ওসমানের সমাবেশ হোক আইভীর সমাবেশ। নৌকা ও শেখ হাসিনা যেখানে থাকবে সেখানে থাকবেন। এমন কোন কাজ করবেন না যাতে করে পরবর্তীতে পালিয়ে যেতে হয়। কয়েকদিন আগে ২ নং ওয়ার্ডের অনেক ছাত্রলীগ নেতার নামে মামলা দেয়া হয়েছে। আমি দলের আদর্শ ধারণ করে দল মত নির্বিশেষে কাজ করতে চাই। আমরা শেখ হাসিনার রাজনীতি চাই। ভাইয়ের রাজনীতি চাই না। কেউ অন্যায় জুলুম করলে তার সাথে থাকবেন না।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.