নগর সংবাদ।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব -১১। গ্রেপ্তারকৃতরা হলো- যশোর জেলার বেনাপোল বন্দর থানার আমড়াখালী গ্রামের মো. আয়াত আলী হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন (৩৯) ও মৃত আব্দুল সাত্তারের ছেলে মো. আলমগীর হোসেন (৫০)।
শুক্রবার রাতে শিমরাইল মোড়ে র্যাবের চেকপোষ্টে তল্লাশীকালে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-ট ২৪-৩০৬৩) কে থামার জন্য সংকেত দিলে ড্রাইভার এবং হেলপার রাস্তার মধ্যে ট্রাক থামিয়ে পালানোর চেষ্টা করলে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক তল্লাশী করে কাভার্ড ভ্যানের ড্রাইভারের সিটের পিছনে ১টি প্লাস্টিকের বস্তায় এবং সামনে ড্যাসবোর্ডের নীচে গোপন কুঠুরীতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় মোট ১৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই অভিনব কায়দায় মাদক পরিবহন ও ক্রয় বিক্রয় করত।
র্যাব-১১’র মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু এর সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।