নগর সংবাদ।।নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি বেকারী ও একটি কয়েল ফ্যাক্টরীকে ১ লাখ টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
বুধবার (৩ আগস্ট) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান অভিযানের নেতৃত্ব দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশ ও ক্যাব প্রতিনিধি।
সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হয়। মনিটরিংয়ের সময় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় চিশতিয়া বেকারীকে প্যাকেটের গায়ে মুল্য না লেখায় এবং অনুমোদন হীন ভাবে তৈরি করায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৭ এবং ৪৩ ধারায় ৫০ হাজার টাকা এবং সিদ্ধিরগঞ্জের মাদানি নগর এলাকায় শরীফ এন্ড সায়েমা কেমিক্যালকে অবৈধ প্রক্রিয়ার কয়েল তৈরি করার অপরাধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা মোট ১ লাখ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।