প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ২:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২১, ৮:৩১ অপরাহ্ণ
সিদ্ধিরগঞ্জে সবুজ নামক এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক।
নগর সংবাদ।। সিদ্ধিরগঞ্জের পূর্ব নিমাইকাশরী এলাকা থেকে মো. জাহিদুল ইসলাম সবুজ নামক এক ভুয়া পুলিশ কর্মকর্তাকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তি ওই এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে। মঙ্গলবার (৯ নভেম্বর) দিনগত রাত ১ টায় র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার (৮ নভেম্বর) দুপুর ৩ টায় তাকে আটক করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটক ব্যক্তি নিজেকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় কর্মরত ‘এসআই সজিব’ হিসেবে পরিচয় প্রদান করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, নিজেকে পুলিশ কর্মকর্তা প্রমাণের জন্য পুলিশের পোশাক পড়ে ছবি পোস্ট ছাড়াও ‘পুলিশ’ লিখিত বুলেট প্রুফ জ্যাকেট ও ওয়াকিটকি সেট সহকারে নানা ভঙ্গিমায় ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতো।
নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে একাধিক নারীর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে তুলে ব্ল্যাকমেইল করার জন্য মোবাইলে তাদের স্পর্শকাতর ছবি ধারণ করতো বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ওই বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, মুঠোফোনে বিভিন্ন ব্যক্তিকে 'এসআই সজিব' পরিচয় দিয়ে গ্রেপ্তার করে কোর্টে চালান করে দেয়ার বেশকিছু কল রেকর্ড র্যাব উদ্ধার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.