প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ১২:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৩, ১১:৩৪ অপরাহ্ণ
সিদ্ধিরগঞ্জে স্টিলমিলে বিস্ফোরণে নিহত বেড়ে ৩ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
সিদ্ধিরগঞ্জে স্টিলমিলে বিস্ফোরণে নিহত বেড়ে ৩ জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
মঙ্গলবার (১৭ অক্টোবর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে মো. সাইফুল ইসলাম (২৬) এবং সোমবার বিকেলে মোজাম্মেল হক (৩০) মারা যান।
দগ্ধদের মধ্যে এখন দুজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তারা হলেন মো. ইকবাল হোসেন ও মো. জাকারিয়া। তাদের অবস্থাও আশঙ্কাজনক
https://nagarsangbad24.com/wp-admin/post-new.php
এর আগে শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে গোদনাইল সৈয়দপাড়া এলাকায় শারমিন রোলিং মিলে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ হন পাঁচ শ্রমিক। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
ঘটনার পর বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেছিলেন, দগ্ধদের মধ্যে মোজাম্মেলের শরীরে ১০০ শতাংশ, সাইফুল ৬০, শরিফুলের ৫৭, জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছিল।
Copyright © 2024 নগর সংবাদ. All rights reserved.