প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৪, ২০২৫, ২:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২১, ১১:৩৭ অপরাহ্ণ
সিদ্ধিরগঞ্জে ৯৯ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।
নগর সংবাদ।। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৯৯ বোতল ফেনসিডিলসহ মো. নবাব আলী (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। গ্রেপ্তারকৃত নবাব আলী র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ওই ফেনসিডিল উদ্ধার করা হয়। শনিবার র্যাব-১১ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ. নবাব আলী রাজশাহী জেলার গোদাগাড়ি থানার কাকনহাট গ্রামের শাহীন আলমের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব উল্লেখ করেছে, শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে এ অভিযান পরিচালিত হয়। এ সময় নবাব আলী র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সে নারায়ণগঞ্জ, ঢাকা ও কুমিল্লাসহ আশপাশের এলাকায় মাদক দ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে
Copyright © 2025 নগর সংবাদ. All rights reserved.